জুমবাংলা ডেস্ক: সহকারী পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করেছে বাংলাদেশ পুলিশ।
রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল সোমবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ–১ অধিশাখার এক প্রজ্ঞাপনে এ বদলির বিষয়টি জানানো হয়।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন- পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার, র্যাবের পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বরকে সিআইডির অতিরিক্ত ডিআইজি, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি ও পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ার হোসেন খানকে র্যাবের পরিচালক হিসেবে পাঠানো হয়েছে।
আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


