স্পোর্টস ডেস্ক: আগামীকাল ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য আর্সেনাল বনাম উল্ফসের মধ্যকার ম্যাচটি করোনার কারনে স্থগিত ঘোষনা করা হয়েছে। এনিয়ে সাম্প্রতিক সময়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ১৫তম ম্যাচ স্থগিত করা হলো।
প্রিমিয়ার লিগের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘উল্ফস দলে ১৩ জন খেলোয়াড় ও একজন গোলরক্ষক না পাওয়ায় ক্লাবটির অনুরোধের প্রেক্ষিতে আর্সেনালের বিপক্ষে প্রিমিয়ার লিগের কালকের ম্যাচটি স্থগিত করা হলো। করোনা ও ইনজুরি মিলিয়ে উল্ফসের অনেক খেলোয়াড়ই বর্তমানে অনুপস্থিত রয়েছে।’
এর আগে ঐতিহ্যবাহী বক্সিং ডে’তে নির্ধারিত উল্ফস বনাম ওয়াটফোর্ডের ম্যাচটিও করোনা মহামারীর কারনে স্থগিত হয়ে যায়। এদিনে লিভারপুন বনাম লিডস ও বার্নলি বনাম এভারটনের মধ্যকার ম্যাচ দুটিও অনুষ্ঠিত হয়নি।
এদিকে ওয়াটফোর্ড ক্যাম্পে করোনার প্রাদুর্ভাব ছড়ানোর শঙ্কা করা হচ্ছে।
সম্প্রতি করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন ব্যপকহারে ইংল্যান্ডে ছড়িয়ে পড়ায় এ পর্যন্ত প্রিমিয়ার লিগে অনুষ্ঠিত ছয়টি ম্যাচে পুর্নাঙ্গ দর্শকের উপস্থিতি ছিল না। এদিকে চলতি সপ্তাহের শুরুতে মৌসুম সাময়িক বন্ধ করার পরিকল্পনা থেকে সড়ে আসে প্রিমিয়ার লিগে অংশ নেয়া ২০টি ক্লাব। ঐ একই সভায় ক্লাবগুলো সতর্ক করে দিয়ে বলে একটি দলে যদি ১৩জন খেলোয়াড় ও একজন গোলরক্ষক ফিট থাকে তবে ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রিমিয়ার লিগের নীচে তিনটি বিভাগে বক্সিং ডে’তে সর্বমোট ২২টি ম্যাচ করোনার কারনে স্থগিত হয়ে গেছে। ইংল্যান্ডের ম্যাচগুলোতে দর্শকের সংখ্যা নিয়ে এখনো কোন বিধিনিষেধ আসেনি। তবে স্টেডিয়ামে প্রবেশের ৪৮ ঘন্টা আগের নেগেটিভ সনদ অথবা ভ্যাক্সিন সার্টিফিকেট প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।