
জুমবাংলা ডেস্ক : কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর পাড়া-মহল্লায় বেড়ে গেছে কিশোর গ্যাং-এর উৎপাত। বিশেষ করে রাজধানীর মোহাম্মদপুর, লালমাটিয়া, হাজারীবাগ, বংশাল, তাঁতীবাজার, আগারগাঁও ও উত্তরায় বিভিন্ন নামে একাধিক কিশোর গ্যাং দাপিয়ে বেড়াচ্ছে। প্রায়শ সিনিয়র-জুনিয়রের মধ্যে আধিপত্য নিয়ে খুন-খারাবিও হচ্ছে। কিশোর গ্যাং এর সদস্যদের নিজস্ব কোন্দলের জেরে গ্রুপগুলো নিজেদের মধ্যে যেমন দ্বন্দ্বে লিপ্ত, তেমনি তাদের ভয়ে এলাকাবাসী থাকেন ততস্ত্র।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনের তথ্য, রাজধানীতে অন্তত পাঁচটি কিশোর গ্যাং সক্রিয়। সে সব গ্যাংয়ের নামও বিচিত্র। কোনোটার নাম ডিসকো বয়েজ, আবার কোনোটার নাম নাইন স্টার ক্লাব, নাইন এমএম, সেভেন এমএম, বিগ বস। পুরান ঢাকার মধ্যে সক্রিয় ডিসকো বয়েজ ও নাইন স্টার।
গ্যাং এর অধিকাংশ সদস্যই স্কুলপড়ুয়া কিশোর। হত্যা, খুনসহ নৃশংস বিভিন্ন বিষয় নিয়ে তারা ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় মশগুল থাকে। সেই সঙ্গে দল বেঁধে চাঁদাবাজি, ছিনতাই, নিরীহদের মারধর করে বেড়ায়। তবে এবার উচ্ছনে যাওয়া এই কিশোরদের নৈরাজ্য এবং খুন-খারাবি ঠেকাতে মাঠে নেমেছে র্যাব এবং গোয়েন্দা পুলিশ।
এরই মধ্যে রাজধানীতে অভিযান চালিয়ে প্রায় দেড় শতাধিক কিশোরকে গ্রেফতার করেছে বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী। আদালতের মাধ্যমে টঙ্গী কিশোর সংশোধনী কেন্দ্রে পাঠিয়েও দেয়া হয়েছে তাদের। সংশোধিত হওয়ার পরই তাদের মুক্তির ব্যবস্থা নেবেন বলে জানান আটক কিশোরদের অভিভাবকরা।
সম্প্রতি রাজধানী তেজগাঁও ও মোহাম্মদপুর থানা এলাকা থেকে গ্যাং এর সাথে জড়িত ৪৬ কিশোরকে আটক করে র্যাব-২। পরে তাদের প্রত্যেককে ৬ মাসের জন্য কিশোর সংশোধন কেন্দ্রে পাঠিয়ে দেয় র্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।