আগামী সপ্তাহে Samsung unpacked ইভেন্টে স্লিমার Galaxy Z Fold 6 উন্মোচন করার বিষয়ে যে রিউমর শোনা যাচ্ছিল সেখান থেকে এখন অনেকটা সরে আসার সময় হয়েছে। নতুন তথ্য অনুযায়ী এ ফোল্ডেবল স্মার্টফোনটি এ বছরের শেষ দিকে বাজারে আসতে পারে। নতুন স্মার্টফোনটি পুরোদমে উৎপাদনে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত।
কোম্পানিটি এ ডিভাইসের প্রোডাকশন শিডিউল চূড়ান্ত করতে সক্ষম হয়েছে। অনেকটা নিশ্চিত হয়ে বলা যায় যে, এই ডিভাইসটি হাতে পেতে ২০২৫ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। তার আগেই আপনি এটি ক্রয় করার জন্য বাজার পেয়ে যাবেন।
পুরো বিশ্বব্যাপী ডিভাইসটি বাজারে পাওয়া না গেলেও চার থেকে পাঁচ লাখ ইউনিট বিভিন্ন দেশের বাজারে পাঠানো হবে। যে অল্প কয়েকটি দেশ এ তালিকার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে চীনের বাজার তার অন্যতম। কোরিয়ার একটি সাইটের রিপোর্ট অনুযায়ী Galaxy Z Fold 6 ডিভাইসের কভার ডিসপ্লে এবং মূল ফোল্ডিং ডিসপ্লেটি আকারে বড় হতে চলেছে।
স্মার্টফোনের ডিসপ্লে হবে ৬.৫ ইঞ্চি এবং ফোল্ডিং স্ক্রিন হবে ৮ ইঞ্চি। মূল ডিভাইসের ফোল্ডিং স্ক্রিন ছিল ৭.৬ ইঞ্চি। HONOR Magic V2 ডিভাইসের ফোল্ডিং স্ক্রিন হচ্ছে ৭.৯২ ইঞ্চি এবং স্মার্টফোনটির মূল ডিসপ্লে হচ্ছে 6.43 ইঞ্চি।
অন্যদিকে vivo X Fold 3 Pro ডিভাইসটির internal screen হচ্ছে ৮.০৩ ইঞ্চি এবং বাইরের ডিসপ্লেটি হচ্ছে ৬.৫ ইঞ্চি। আশা করা হচ্ছে যে নতুন ডিভাইসটি স্লিম হবে তবে স্ক্রিন সাইজে বড় করা হবে। কোম্পানি নতুন ডিভাইসটিকে এভাবেই ডিজাইন করে বাজারে ছাড়বে।
তবে যারা S Pen পছন্দ করেন তাদের জন্য আপাতত কোন সুখবর নেই। কেননা স্যামসাংয়ের নতুন ডিভাইসটিতে S Pen থাকার কোন সম্ভাবনা নেই। স্ট্যান্ডার্ড Galaxy Z Fold 6 ডিভাইসটি অনেক বেশি স্লিম হতে যাচ্ছে এবং এ বিষয়টিকে সবথেকে বেশি হাইলাইট করা হয়েছে। তবে বর্তমান বাজারে বেশ কিছু আকর্ষণীয় স্লিম ডিভাইস রয়েছে। এদের মধ্যে HONOR Magic V2 এবং Xiaomi Mix Fold 4 device যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।