নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: নগরীর এম এ আজিজ স্টেডিয়াম মাঠে সারি সারি স্টলে বাহারি সাজে সাজানো রয়েছে চিকেন দম বিরানী, আখনি, পিজ্জা কিংব্বা আইস্ক্রিম, সি ফুড কিংবা হোম মেইড শীতের পিঠা, জুস অথবা ফ্রোজেন খাবার। কি নেই এখানে!
চট্টগ্রামের ভোজনপ্রিয় মানুষদের জন্য দীর্ঘদিন পর আবারো অনুষ্ঠিত হলো চট্টগ্রাম ফুড ফেস্টিভ্যাল ২০২২।
নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে এই ফেস্টিভ্যাল শুরু হয় ২৪ নভেম্বর। শেষ হয় আজ (২৫ নভেম্বর) রাত ৯টায়।
ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান হুইজ কমিউনিকেশন্সের সার্বিক তত্ত্বাবধানে এবং ফেইসবুক ভিত্তিক গ্রুপ ফুড মাষ্টারের আয়োজনে এই ফেস্টিভ্যাল উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, এডিশনাল জিপি এডকোকেট তৈয়ব আলী ইব্রাহিম, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর সাইফুল আলম খান, চিটাগাং লাইভ এর নির্বাহী পরিচালক সাবের শাহ ও মারসা ট্রান্সকম লিমিটেড এর পরিচালক আবদুল আউয়াল মরতুজা।
হুইজ কমিউনিকেশন্স এর ব্যবস্থাপনা পরিচালক মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, হুইজ কমিউনিকেন্সের পরিচালক প্রশাসন কাজী আরফাত, ফুড মাষ্টার এর এডমিন রাইহান ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি আ জ ম নাছির উদ্দীন বলেন, বর্তমানে খাবার নিয়ে মানুষ অনেক বেশি সংবেদনশীল। তারা শুধুমাত্র খেতে চায় না, তারা চায় খাবারের ভালো মান ও স্বাদ।
তিনি বলেন, চট্টগ্রামের মানুষ আগে থেকেই ভোজনরসিক, এর সাথে ভিন্ন মাত্র যোগ করেছে চট্টগ্রামের এই ফুড ফেষ্টিভ্যাল। আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার এই বাহারী আয়োজন সত্যি প্রশাংসার যোগ্য।
খাবারের পাশাপাশি তিনদিনব্যাপী এই আয়োজনে দর্শকদের জন্য ছিলো মজাদার গেইম শো, ডিজে, মাইম শো, ব্যান্ড, দৃষ্টি চট্টগ্রামের সৌজন্যে রম্য বিতর্ক, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবে শনাসহ আরো মনোমুগ্ধকর সব আয়োজন। এছাড়াও গেইম শো বিজয়ীদের জন্য ছিলো আকর্ষণীয় ফুড কুপন ও ফুড প্লেটার।
এই ফুড ফেস্টিভ্যালে চট্টগ্রামের ৪০টি স্বনামধন্য রেস্তোরাঁ ও ক্যাফে অভাবনীয় সব ডিসকাউন্ট অফার নিয়ে অংশগ্রহণ করে। ফেস্টিভ্যালের অনলাইন ব্রডকাস্টিং পার্টনার চিটাগং লাইভ এবং ফটোগ্রাফি পার্টনার চিটাগং কালারস।
২৫ নভেম্বর উৎসবের দ্বিতীয় দিনে চট্টগ্রামের রেষ্টুরেন্ট ব্যবসায় অবদান রাখায় তিন প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন দৈনিক পুর্বকোণের পরিচালনা সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী। এতে বিশিষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) উপ মহাপরিচালক (বার্তা) অনুপ কুমার খাস্তগীর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।