Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উড়িষ্যার কট্টকে একটি ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হয়ে ২০ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭ টায় এই দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ভুবেনেশ্বর থেকে মুম্বাই রুটে চলা তিলক এক্সপ্রেস নামের ট্রেনটির সঙ্গে একটি মালবাহী ট্রেনের সংঘর্ষ ঘটলে ৮টি বগি লাইনচ্যুত হয়ে যায়। ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এদিকে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে । আহতরা সবাই শঙ্কামুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।