বিনোদন ডেস্ক: ঊর্ধ্বাঙ্গ অনাবৃত রেখেই ফের ক্যামেরার সামনে এলেন উরফি জাভেদ। মুখের সামনে ধরলেন সংবাদপত্র। তার ওপর বড় বড় করে কালো হরফে লেখা ‘বি ইয়োরসেলফ’।
কাগজের নিচে উঁকি দিচ্ছিল বক্ষযুগল। বাঁ দিক ঘেঁষে পাতার ট্যাটু, যা দেখেই চিনে নেওয়া যায় উরফিকে। তবে পোশাক যে একেবারেই পরেননি, তা নয়। নীল জিন্স পরা ছিলেন; চেইন খোলা। ছবিতে রঙের ভারসাম্য বজায় রাখতেই যে সেই বেশ, তা বুঝতে অসুবিধা হয় না অনুরাগীদের।
তবে কেউ কেউ বললেন, ‘ওটুকুরই বা কী দরকার ছিল?’ একজন আবার আরেক ধাপ এগিয়ে মন্তব্য করলেন, ‘সবটা দেখতে চাই। কাগজ সরান।’
কাগজ কি সরাবেন উরফি? এমনটি হলে যে বক্তব্যই সরে যায়! না, উরফি সব সময় বার্তা দিতেই আসেন। তার প্রতিটি ছবি কিংবা ভিডিওতে যেমন সৃজনশীল চিন্তাভাবনার ছাপ থাকে, তেমনই তার এই ছবিতেও ছিল বক্তব্যেও তীব্র ধার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।