ঋণের চাপে বেছে নিলেন আত্মহত্যার পথ

আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে ইসনুস আলী (৪৮) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার গভীর রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করে শ্রীপুর থানা-পুলিশ।

আত্মহত্যা

ইসনুস আলী ঋণের টাকা পরিশোধ করতে না পেরে হতাশাগ্রস্ত ছিলেন বলে পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ। তা ছাড়া ঋণ পরিশোধ না করায় তিনি একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

ইউনুস আলী বরিশালের কাজিরহাট উপজেলার আজিমপুর গ্রামের মো. শুক্কুর আলীর ছেলে। তিনি শ্রীপুরে নিজমাওনা গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন।

মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মোল্লাহ স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ইউনুস আলী অনেকের কাছ থেকে সুদে টাকা নিয়ে বড় অঙ্কের ঋণগ্রস্ত হয়ে পড়েন। ঋণ পরিশোধ করতে না পারায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। তিনি একটি মামলায় সাজাপ্রাপ্ত। ঋণ পরিশোধ করতে না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করেছেন।

মিন্টু মোল্লাহ আরও বলেন, রোববার রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে স্বজনদের লিখিত আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল মাদ্রাসা ছাত্রীর মরদেহ