ধর্ম ডেস্ক : প্রাত্যহিক জীবনে ঋণ সবার অর্থনৈতিক কার্যক্রমের অংশ। তবে মাত্রাতিরিক্ত ঋণের বোঝা বহন করা কারো জন্য সমীচীন নয়। তাই রাসুল (সা.) দ্রুত ঋণ পরিশোধের নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
তাই সহজভাবে ঋণ পরিশোধে বিভিন্ন আমলের কথা বলেছেন তিনি।
আলী (রা.) বর্ণনা করেছেন, এক চুক্তিবদ্ধ দাস এসে বলল, আমি তো চুক্তি অনুসারে মনিবকে অর্থ দিতে অক্ষম হয়ে পড়েছি। আপনি আমাকে সাহায্য করুন। তখন আলী (রা.) বললেন, আমি কি তোমাকে কিছু দোয়া শিখিয়ে দেব না যা রাসুলুল্লাহ (সা.) আমাকে শিখিয়েছেন? তিনি বলেন, তোমার ওপর পাহাড় পরিমাণ ঋণ থাকলেও মহান আল্লাহ তা পরিশোধের ব্যবস্থা করবেন। ইনশাআল্লাহ। তুমি পড়বে –
«اللَّهمَّ اكفني بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ»
উচ্চারণ : আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া-আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা।
অর্থ : হে আল্লাহ! আপনি আমার জন্য হারাম পথ থেকে বিমুখ করে হালাল পথকে যথেষ্ট করুন। নিজ অনুগ্রহে আপনি ছাড়া অন্যদের থেকে অমুখাপেক্ষী করুন। (সুনানে তিরমিজি, হাদিস : ৩৫৬৩)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।