ঋতুপর্ণার মন জিলিপির থেকেও প্যাঁচালো : খরাজ মুখার্জি

ঋতুপর্ণার মন জিলিপির থেকেও প্যাঁচালো : খরাজ মুখার্জি

বিনোদন ডেস্ক : ২০১৫ সালে ‘বেলাশেষে’ আর ২০২২-এ ‘বেলাশুরু’। মাঝে কেটে গিয়েছে ৭ বছর। এই সাত বছরে অনেকটাই পালটে গিয়েছে বাংলা সিনেমার প্রকার। কিন্তু একটুও পালটে যাননি ‘বেলাশেষে’ ছবির ‘বড় জামাই’ খরাজ মুখার্জি। তেমনিই রসিক, তেমনই মজার।

ঋতুপর্ণার মন জিলিপির থেকেও প্যাঁচালো : খরাজ মুখার্জি
ফাইল ছবি

তিনি টুক করে মুখ খুললেই হাসিতে লুটিয়ে পড়ে গোটা পরিবার। এই যেমন দেখুন, হঠাৎ করে কথা নেই, বার্তা নেই ‘বেলাশুরু’র অভিনেতা, অভিনেত্রীদের একটা করে নাম দিয়ে ফেললেন তিনি। যেহেতু নিজে মিষ্টি ভাল খান, সেহেতু খরাজ তাঁদের নাম দিলেন মিষ্টির নামেই!

শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের নতুন ছবি ‘বেলাশুরু’ নিয়ে ইতোমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে টলিউডে। এই ছবির ‘টাপাটিনি’ গান তো এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। আর ঠিক সেই সময়ই নতুন প্রচার ভিডিওতে রীতিমতো বোমা ফাটালেন খরাজ!

খরাজ মুখার্জি, সৌমিত্র চ্যাটার্জির নাম দিলেন রাবড়ি! স্বাতীলেখা সেনগুপ্তর নাম দিলেন পান্তুয়া। বাদ পড়লেন না পরিচালক নন্দিতা রায়ও। খরাজের ভাষায় নন্দিতা হলেন নলেন গুড়! আর শিবপ্রসাদ? জলভরা সন্দেশ, কারণ শিবপ্রসাদের বাইরেরটা শক্ত, মনটা নরম। খরাজের কাছে অপরাজিতা আঢ্য হলেন রসগোল্লা। অপরাজিতার হাসিটাই রসগোল্লার সমান। খরাজের কথায় শুটিং ফ্লোর মাতিয়ে রেখেছিল এই হাসিই।

অভিনেত্রী ইন্দ্রাণী দত্তর নাম দিলেন চমচম। তবে ঋতুপর্ণার নাম আসতেই রীতিমতো বোমা ফাটালেন খরাজ। ‘বেলাশুরু’র বড় জামাইয়ের কথায়, জিলিপি! টুক করে আবার নাম পালটেও ফেললেন খরাজ।

তার কথায়, জিলিপিতে তো কম প্যাচ থাকে, তাই অমৃতি! কী যে প্ল্যানে চলে ঋতুপর্ণা, কী যে করতে পারে বোঝা শক্ত! কী যে আছে ঋতুপর্ণার মনের মধ্যে তা বোঝা খুব কঠিন। এই জন্য অমৃতি।

খরাজের কাছে মনামী ঘোষ হলেন বোঁদে কিংবা মিহিদানা। প্রদীপ ভট্টাচার্য হলেন বহরমপুরের ছানাবড়া বা কালোজাম। অন্দিন্দ্য হলেন, পুরীর জিভে গজা। ওর ভিতরে যে কী রয়েছে, তা বোঝা দায়! একটু রহস্যজনক। বাদ পড়লেন না সুজয় চট্টোপাধ্যায়। খরাজের কাছে সুজয় হলেন কালাকাঁদ। খরাজের কাছে শংকর চক্রবর্তী হলেন মোরব্বা।

গত শনিবার প্রকাশ্যে এসেছে ‘বেলাশুরু’র ট্রেলার। এই ছবির মধ্যে দিয়ে বাঙালি যে ফের বাঙালিয়ানাকে ফিরে পেতে চলেছে তার ইঙ্গিত পাওয়া গেল ট্রেলারে। সঙ্গে প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত জুটির অসামান্য অভিনয়।

প্রেমে পড়লে ছেলেদের যেসব পরিবর্তন হয়