বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চীনভিত্তিক স্মার্টফোন নির্মাতা অনার আগামী ৫ বছরে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে। বাংলাদেশী মুদ্রায় অর্থের অংকটা ১ লাখ ২১ হাজার কোটি টাকারও বেশি। মূলত এআই-ভিত্তিক বিভিন্ন ডিভাইস তৈরিতেই বিশাল অংকের এই অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। রবিবার স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস বাণিজ্য প্রদর্শনীতে এ ঘোষণা দেন অনারের প্রধান নির্বাহী জেমস লি।
মূলত স্মার্টফোনের জন্য পরিচিত অনার এবার এআই প্রযুক্তিভিত্তিক পার্সোনাল কম্পিউটার, ট্যাবলেট পিসি ও ওয়্যারেবল (শরীরে পরিধানযোগ্য) ডিভাইস তৈরি করতে চাইছে। আর এই লক্ষ্যেই বড় অংকের বিনিয়োগ পরিকল্পনা নিয়ে এগোতে চায় চীনের শেনঝেন-ভিত্তিক প্রতিষ্ঠানটি। উল্লেখ্য, অনার এক সময় দেশটির শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের একটি ইউনিট হিসেবে সক্রিয় ছিল।
এখন প্রশ্ন হচ্ছে, ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনায় অর্থসংস্থান হবে কোথা থেকে? এআই খাতে বিনিয়োগের বিষয়ে অনার যে বেশ পরিকল্পনা মাফিক এগোচ্ছে তার প্রমাণ হচ্ছে প্রতিষ্ঠানটি অচিরেই শেয়ার বাজারে আসতে চলেছে। গত ডিসেম্বরেই অনারের তরফ থেকে জানানো হয়েছে যে, আইপিও (ইনিশিয়াল পাবলিক অফারিং) অফার করার প্রস্তুতি হিসেবে তাঁরা শেয়ারহোল্ডারদের পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন করেছে। যদিও আইপিও অফার করার নির্দিষ্ট কোনো সময়সীমা ঘোষণা করেনি প্রতিষ্ঠানটি।
সাম্প্রতিক সময়ে ডিপসিক এআই’র সাফল্যের প্রেক্ষাপটে বিশাল অংকের বিনিয়োগ আসতে শুরু করেছে চীনভিত্তিক এআই প্রতিষ্ঠানগুলোতে। বিশেষ করে স্থানীয় সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থা এবং গৃহস্থালীর যন্ত্রপাতি নির্মাতা প্রতিষ্ঠানগুলো ডিপসিকের এআই প্রযুক্তি ব্যবহারে দারুনভাবে আগ্রহী হয়ে উঠেছে।
উল্লেখ্য, চীনের স্মার্টফোনের বাজারে গত বছর অনার দ্বিতীয় স্থান থেকে চতুর্থ স্থানে নেমে গেছে। হুয়াওয়ে ও ভিভোর মতো স্থানীয় নির্মাতার পাশাপাশি আইফোন নির্মাতা অ্যাপলের সাথে প্রতিযোগীতায় অবতীর্ণ হতে হয়েছে অনারকে।
এবারে বড় অংকের বিনিয়োগের ঘোষণা দিয়ে অনার জানিয়ে দিল, এআই প্রযুক্তিকে অবলম্বন করেই সামনে এগোবে তাঁরা। এবার দেখার বিষয়, এআই’র শক্তিতে কতটা এগিয়ে যেতে পারে চীনের এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
তথ্যসূত্র: রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।