মুহূর্তের মধ্যে মানুষের থেকেও কয়েকগুণ দ্রুত কাজ করতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)। তাই অনেকের আশঙ্কা, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে চাকরি হারাবেন অনেকেই। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বটের আবির্ভাবের পর থেকে সে সম্ভাবনা আরও জোরাল হয়েছে। যার প্রভাব পড়েছে ডেভেলপারদের জগতেও।
তবে গুগলের হেড অব রিসার্চ ইয়োসি মাতিয়াস জানালেন ভিন্ন কথা। তিনি দাবি করে বলেন, কোডিংয়ের মতো কাজের জন্য এখনও মানুষ ডেভেলপারদের থেকে বহু দূরে এআই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মাতিয়াস এ কথা বলেন। তিনি বলেন, সবারই কোডিং শিখতে হবে। শৃঙ্খলাবদ্ধ হয়ে শেখাটা বরাবরের মতোই এখনও গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, এআই নির্দিষ্ট কাজে সাহায্য করতে পারে। বিশেষত জুনিয়র স্তরে। কিন্তু সমগ্র কোডিং প্রক্রিয়াকে দখল করতে তার এখনও অনেক সময় লাগবে।
তবে মাতিয়াস এ কথা বললেও প্রশ্ন উঠছে, এআই তো ইতোমধ্যেই কোড লেখার কাজ শুরু করে দিয়েছে। এর জবাবও দিয়েছেন তিনি। মাতিয়াস জানান, এআই কোড লিখলেও তা খতিয়ে দেখার ভার মানুষের ওপরই পড়বে। সুতরাং কোডিংয়ের চূড়ান্ত রূপ দেওয়া বিষয়টি এখনও এআইয়ের নাগালের বাইরে। তবে বর্তমান পরিস্থিতিতে জুনিয়র ডেভেলপাররা যে চাপে পড়েছেন তাও স্বীকার করেন মাতিয়াস।
অনরের নতুন ফ্ল্যাগশিপ ফোনে থাকছে অত্যাধুনিক পেরিস্কোপ ক্যামেরা
সাম্প্রতিক অতীতে এইচসিএলের প্রাক্তন সিইও বিনীত নায়ার দাবি করেছিলেন, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বড়সড় প্রভাব ফেলবে কৃত্রিম বুদ্ধিমত্তা। যার ফলে অন্তত ৭০ শতাংশ মানুষকে ছাড়াই কাজ চালিয়ে দেওয়া সম্ভব হবে। কিন্তু কোডিং নিয়ে ভিন্ন কথা শোনালেন গুগল কর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।