Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home এআই চালিত মানবাকৃতির রোবটে বিনিয়োগ করবে মেটা
Technology News বিজ্ঞান ও প্রযুক্তি

এআই চালিত মানবাকৃতির রোবটে বিনিয়োগ করবে মেটা

Tarek HasanFebruary 15, 20253 Mins Read
Advertisement

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবটে বিনিয়োগের পরিকল্পনা করছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। এ জন্য তাদের রিয়্যালিটি ল্যাবস ইউনিটে একটি নতুন বিভাগ গঠন করছে কোম্পানিটি। বিভিন্ন কায়িক শ্রম করতে পারবে এই রোবটগুলো। মেটা এক অভ্যন্তরীণ মেমোর বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

meta-robot

নতুন উদ্যোগের মাধ্যমে এনভিডিয়া ও টেসলার মতো রোবোটিকসের খাতে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে মেটা। ইতিমধ্যে এনভিডিয়া ‘ফিগার এআই’ এবং টেসলা ‘অপটিমাস’ নামের হিউম্যানয়েড রোবট তৈরি করেছে।

মেমোতে মেটার প্রধান প্রযুক্তি কর্মকর্তা অ্যান্ড্রু বোসওর্থ বলেছেন, রোবটিকস পণ্য তৈরির গ্রুপটি ‘গ্রাহক হিউম্যানয়ড রোবট’ নিয়ে গবেষণা এবং উন্নয়নে মনোযোগ দেবে, যার লক্ষ্য হলো লামা প্ল্যাটফর্মের ক্ষমতা সর্বাধিক করা।

লামা হলো মেটার প্রধান এআই ফাউন্ডেশন মডেল সিরিজের নাম, যা কোম্পানির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বাড়তে থাকা জেনারেটিভ এআই পণ্যের একটি বড় অংশকে সমর্থন দেয়।

মেটা বিশ্বাস করে, এই ক্ষেত্র সম্প্রসারণ করলে এটি মেটা এআই এবং তাদের মিক্সড ও অগমেন্টেড রিয়্যালিটি প্রোগ্রামগুলোর জন্য আরও মূল্যবান।

এই গ্রুপের নেতৃত্ব দেবেন মার্ক হুইটেন। এর আগে তিনি সেলফ-ড্রাইভিং বা স্বয়ংক্রিয় গাড়ি কোম্পানি ক্রুজের সিইও ছিলেন। মেটা তাকে রোবটিকসের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে—এ খবর প্রথম প্রকাশ পায় ব্লুমবার্গ নিউজে।

প্রধান প্রযুক্তি কর্মকর্তা অ্যান্ড্রু বোসওর্থ বলেন, মেটা জন কোরাইলকে রিটেইল ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে। কোরাইল আগে সেকেন্ড-হ্যান্ড ই-কমার্স কোম্পানি (যেসব কোম্পানি পুরোনো পণ্য অনলাইনে বিক্রি করে) ‘দ্য রিয়েলরিয়েল’-এর সিইও ছিলেন। মেটার কোয়েস্ট মিক্সড রিয়্যালিটি হেডসেট এবং রে-ব্যান মেটা স্মার্ট গ্লাসেসের মতো এআই ওয়্যারেবল পণ্যগুলো সরাসরি গ্রাহকের কাছে পৌঁছাতে এবং বিক্রি বাড়ানোর জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এই গ্লাসগুলো মেটা ও চশমা প্রস্তুতকারক এসিলরলাক্সোটিকার যৌথ উদ্যোগে তৈরি।

রোবট তৈরির প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন প্রখ্যাত কম্পিউটার বিজ্ঞানী ফেই-ফেই লি। এ জন্য তিনি গত বছর ‘স্পেশিয়াল ইনটেলিজেন্স’ স্টার্টআপ ওয়ার্ল্ড ল্যাবস চালু করেন। একইভাবে টেসলার সিইও ইলন মাস্ক বলেছেন, দৈনন্দিন বিভিন্ন কাজে মানুষকে সাহায্য করতে পারবে তার কোম্পানির তৈরি হিউম্যানয়ড রোবট ‘অপটিমাস’। ভবিষ্যতে রোবটটি গ্রাহকদের কাছে বিক্রি করা হবে।

গত বৃহস্পতিবার ৩৫০ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছে রোবটিকস কোম্পানি অ্যাপট্রনিক। এতে গুগলের মতো কোম্পানিও বিনিয়োগ করেছে। এই অর্থ এআই চালিত হিউম্যানয়ড রোবট তৈরির জন্য ব্যবহার করবে কোম্পানিটি। এসব রোবট গুদাম ও উৎপাদন কারখানায় কাজে লাগবে।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, নিজস্ব হিউম্যানয়ড রোবট হার্ডওয়্যার তৈরি করার পরিকল্পনা করেছে মেটা। প্রথমে গৃহস্থালি কাজের জন্য রোবটগুলো তৈরি করা হবে। তবে ভবিষ্যতে বিভিন্ন কোম্পানির রোবটকে পরিচালিত করতে সাহায্য করার জন্য এআই, সেন্সর ও সফটওয়্যার তৈরি করবে মেটা।

মেটা ইতিমধ্যে রোবটিকস কোম্পানি ইউনিট্রি রোবটিকস এবং ফিগার এআইয়ের সঙ্গে তাদের পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করেছে। তবে নিজস্ব ব্র্যান্ডেড রোবট বাজারে আনতে তাড়াহুড়া করছে না কোম্পানিটি।

এই ঘোষণা মেটার রিয়্যালিটি ল্যাবস ইউনিটে একটি বড় বিনিয়োগের প্রতিফলন। তবে প্রতিষ্ঠার পর থেকে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে এটি। গত বছর চতুর্থ ত্রৈমাসিকে এই ইউনিটের লোকসান হয়েছে প্রায় ৫ বিলিয়ন ডলার।

এআই চালিত ডিভাইস তৈরি করতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে প্রযুক্তি কোম্পানিগুলো এবং স্টার্টআপগুলো। পণ্য উৎপাদন ও গৃহস্থালি কাজের জন্য ব্যবহার করার উদ্দেশ্যে এগুলো তৈরি করা হচ্ছে। তবে, রোবটের ক্ষেত্রে এই উন্নতি খুব ধীরগতিতে হচ্ছে। কারণ ভাষাভিত্তিক এআই সাফল্য চ্যাটবট উন্নয়নে সহায়তা করলেও তা ভৌত জগৎকে ভালোভাবে বুঝতে সাহায্য করেনি।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছেন পঞ্চাশোর্ধ্ব তাওহিদুর রহমান

বছরের পর বছর ‘এম্বডিড এআই’ গবেষণায় অর্থায়ন করছে মেটা। এটি একটি এমন এআই সহকারী তৈরি করবে, যা চারপাশের ত্রিমাত্রিক জগৎ দেখতে, শুনতে পারবে এবং এতে চলাফেরা করবে। কোম্পানির প্রধান এআই বিজ্ঞানী ইয়ান লেকুনও ভাষার মডেলগুলোর সীমাবদ্ধতা তুলে ধরে, নতুন ধরনের মডেল তৈরির ওপর জোর দিয়েছেন, যা ভৌত জগৎকে আরও ভালোভাবে বুঝতে পারবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘ও news technology এআই করবে: কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত প্রযুক্তি বিজ্ঞান বিনিয়োগ মানবাকৃতির মেটা রোবটে
Related Posts
স্মার্টফোনের ব্রাইটনেস

স্মার্টফোনের ব্রাইটনেস কতটুকু রাখা জরুরি

December 15, 2025
স্মার্টফোন

২০-৩০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন!

December 15, 2025
wifi

ওয়াইফাই ও হটস্পটের পার্থক্য কী? অনেকেই জানেন না

December 15, 2025
Latest News
স্মার্টফোনের ব্রাইটনেস

স্মার্টফোনের ব্রাইটনেস কতটুকু রাখা জরুরি

স্মার্টফোন

২০-৩০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন!

wifi

ওয়াইফাই ও হটস্পটের পার্থক্য কী? অনেকেই জানেন না

‘গোল্ডেন প্লে বাটন’

‘গোল্ডেন প্লে বাটন’ পাওয়ার পর ইউটিউবারদের মাসিক আয় কত?

Dumbphone VS Smartphone

Dumbphone VS Smartphone: কেন নতুন প্রজন্ম ফিরে যাচ্ছে ফিচার ফোনে?

গ্রিন লাইন

ফোন ডিসপ্লের ‘গ্রিন লাইন’ সমস্যা কেন হয়, ঠিক করার উপায়

Samsung vs iPhone

Samsung vs iPhone: কোন স্মার্টফোন এগিয়ে

মোবাইল ডাটা

কল এলে মোবাইল ডাটা বন্ধ হয়? জানুন সহজ সমাধান

হোয়াটসঅ্যাপ

লুকিয়ে আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ ব্যবহার করছে কিনা জানার উপায়

ChatGPT

চ্যাটজিপিটির মাধ্যমে মাসে $১০,০০০ আয়: কীভাবে সম্ভব?

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.