কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আসার পর এটি ব্যবহার করে জালিয়াতি ব্যাপক হারে বেড়েছে বলে মনে করছে অন্তর্বর্তীকালীন সরকার। ভিসা নিয়েও জালিয়াতি হচ্ছে। এর ফলে অনেক দেশে বাংলাদেশের নাগরিকেরা হেনস্তার শিকার হচ্ছেন। এ পরিস্থিতিতে এআই ব্যবহার করে করা জালিয়াতি রোধে জরুরি ভিত্তিতে পৃথক একটি আইন (অধ্যাদেশ) করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস, তিনি এ বিষয়ে আলাদা আইন করার সুস্পষ্ট নির্দেশনা দেন।
পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্তসমূহ তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বাংলাদেশে এআই আসার পর জালিয়াতি বেড়ে গেছে অনেক। এত বিস্তৃতি যে এটিকে জালিয়াতির সমুদ্র বলা যায়। এর ফলে দেশের সুনাম নষ্ট হচ্ছে বিভিন্ন দেশে। জালিয়াত চক্র অনেক মানুষকে ঠকাচ্ছে। দেখা যাচ্ছে, তারা ভিসাও জালিয়াতি করছে। এর ফলে অনেক দেশে বাংলাদেশের নাগরিকেরা হেনস্তার স্বীকার হচ্ছেন। তাদের ভিসা প্রক্রিয়ায় সমস্যা হচ্ছে। এই জালিয়াতি কীভাবে রোধ করা যায়, সে বিষয়ে প্রধান উপদেষ্টা আলাদা আইন করার সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন।
প্রেস সচিব বলেন, আইনটি খুব জরুরি ভিত্তিতে করা হবে। যারা এই জালিয়াতি করছেন, তাদের বিষয়ে সুস্পষ্ট শাস্তিসহ এটি রোধে যত ধরনের ব্যবস্থা নেওয়া যায়, সেরকম ব্যবস্থা করা হবে।
উপদেষ্টা পরিষদের গতকালের বৈঠকে বাণিজ্যিক আদালত অধ্যাদেশ, রেজিস্ট্রেশন (সংশোধন) অধ্যাদেশ এবং আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।
অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করা দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গতকাল সকালে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে শেষবারের মতো অংশ নিয়েছেন। বুধবার বিকালে তারা প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন। উপদেষ্টা পরিষদের বৈঠকে মাহফুজ আলম ও আসিফ মাহমুদের জন্য ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়। বৈঠকে ধন্যবাদ প্রস্তাবটি পড়ে শোনান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
উপদেষ্টা পরিষদের সভা শেষে বিদায়ি দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের সম্মানে প্রধান উপদেষ্টা তার তেজগাঁও কার্যালয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। এর আগে প্রধান উপদেষ্টা সভা শেষে তাদের সঙ্গে স্মৃতিচারণামূলক একটি ছবিও তোলেন। প্রধান উপদেষ্টাসহ উপস্থিত সকল উপদেষ্টাও তাদেরকে নিয়ে গ্রুপ ছবি তোলেন। গতকাল সন্ধ্যায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার সঙ্গে সঙ্গে তাদের দুজনের পদত্যাগ কার্যকর হয়েছে।
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ২০ লাখ এবং আহতদের ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেবে সরকার। পাশাপাশি আহতদের বিনা মূল্যে চিকিত্সা সহায়তাও দেওয়া হবে। গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
উল্লেখ্য, গত ২১ জুলাই উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে ৩৬ জন নিহত হন। এর ২৮ জনই শিক্ষার্থী। বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামও নিহত হন। এছাড়া অনেকে আহত হন।
সংবাদ সম্মেলনে এ দুর্ঘটনাকে ‘জাতীয় ট্র্যাজেডি’ উল্লেখ করে প্রেস সচিব শফিকুল আলম বলেন, এ ঘটনায় নিহত ৩৬ জনকে ২০ লাখ টাকা করে এককালীন দেওয়া হবে। এছাড়া আহত ব্যক্তিদের এককালীন ৫ লাখ করে টাকা দেওয়া হবে। আহত ব্যক্তিদের সরকারি হাসপাতালে বিনা মূল্যে চিকিত্সা দেওয়া হবে। এজন্য তাদের নিবন্ধন কার্ড করে দেওয়া হবে।
ক্যারিবীয় অঞ্চলের দ্বীপ রাষ্ট্র গ্রেনাডাকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ। গতকাল উপদেষ্টা পরিষদের সভায় এই অনুমোদন দেওয়া হয়। এ বিষয়ে প্রেস সচিব বলেন, গ্রেনাডা অনেকগুলো আন্তর্জাতিক ফোরামের সঙ্গে জড়িত। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক যাতে আরো গভীর হয়, এজন্য এই স্বীকৃতির মাধ্যমে আমরা আশা করছি আরো ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেতে পারব।
সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, দাবিদাওয়া নিয়ে বেআইনি আন্দোলন করা হলে কঠোর হস্তে দমন করবে সরকার। উপদেষ্টা পরিষদের গতকালের বৈঠকে আইনশৃঙ্খলা বিষয়েও আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বরাত দিয়ে প্রেস সচিব বলেন, নির্বাচনের তপশিল ঘোষণার পর রাস্তা বন্ধ করে অন্যায় ও বেআইনি দাবিদাওয়া নিয়ে আন্দোলনে নামলে পুরো বিষয়টি কঠোর হস্তে দমন করা হবে।
সূত্রঃ ইত্তেফাক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



