বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: এবার এআর মিউজিক লেন্স আসছে স্ন্যাপচ্যাটে। এ লক্ষ্যে স্ন্যাপ ইনকরপোরেটেড সনি মিউজিক এন্টারটেইনমেন্টের সঙ্গে লাইসেন্সিং চুক্তি করেছে। এর ফলে ব্যবহারকারীরা সনির সঙ্গে চুক্তিবদ্ধ শিল্পীদের গাওয়া গান ব্যবহার করতে পারবেন। সাম্প্রতিক চুক্তির মধ্য দিয়ে সব মূল সারির লেবেল প্রতিষ্ঠানের সঙ্গে জোট বাঁধার কাজ সম্পন্ন করলো স্ন্যাপ।
নতুন এ অর্জনকে কাজে লাগিয়ে নতুন এআর মিউজিক ফিল্টার আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ‘শিগ্গির’ এ রকম এক সেট ফিল্টার আসবে প্ল্যাটফরমটিতে যেখানে পূর্ব নির্বাচিত গান খুঁজে পাবেন ব্যবহারকারীরা। এক প্রতিবেদন বলছে, এগুলো দেখে মনে হবে ব্যবহারকারীরা গানের সঙ্গে ঠোঁট মেলানোর চেষ্টা করছেন। আবার আরেকটি সেটে অ্যানিমেটেডে মিউজিক ভিডিওর ভেতরে নিজেকে ও বন্ধুকে জুড়ে নিতে পারবেন স্ন্যাপ ব্যবহারকারীরা। এনগ্যাজেটের মতে, স্ন্যাপচ্যাট আরও বেশি ‘টিকটক ও ইনস্টাগ্রামের মতো’ হয়ে যাচ্ছে।
ফিল্টারের পাশে থাকা মিউজিকাল নোট দেখে ব্যবহারকারীরা বুঝতে পারবেন সেটি নতুন কি না। গত বছর সাউন্ডস ফিচার আনার পর থেকে এ পর্যন্ত স্ন্যাপের ব্যবহারকারীরা ১২০ কোটিরও বেশি ভিডিও তৈরি করেছেন। সব মিলিয়ে ভিউ এসেছে প্রায় ৭৭০ কোটিরও বেশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।