কোভিডের সময় চীনে যেমন মাস্ক আর পিপিই পরা ছবি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল, এবারও তেমনই হয়েছে। এইচএমপিভি ভাইরাসের সংক্রমণ বেড়েছে চীনসহ বেশ কিছু দেশে। বিশ্বজুড়ে মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। কারণ চীনের হাসপাতালে মাস্ক আর পিপিই পরা চিকিৎসক ও রোগীর ছবি ছড়িয়ে পড়েছে এবারও।
চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, এইচএমপিভির সংক্রমণ বাড়ছে। তবে এটি নতুন কোনো ভাইরাস নয় এবং বড় কোনো উদ্বেগের বিষয় এতে নেই। কোভিড-১৯ ছিল একটি সম্পূর্ণ নতুন ভাইরাস, যার বিরুদ্ধে মানুষের শরীরে প্রতিরোধ গড়ে ওঠেনি।
গত ডিসেম্বরের শেষ দিকে চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এক সংবাদ সম্মেলনে সংক্রামক রোগ ইনস্টিটিউটের পরিচালক কান বিয়াও বলেছেন, ১৪ বছর বা তার কম বয়সী শিশুদের মধ্যে এইচএমপিভির সংক্রমণ বাড়ছে। বিশেষত উত্তর চীনে সংক্রমণ বেশি দেখা যাচ্ছে।
তিনি আরও বলেছেন, জানুয়ারি মাসের শেষের দিকে লুনার নিউ ইয়ার উপলক্ষ্যে ভ্রমণ ও বড় সমাবেশের কারণে সংক্রমণ বাড়তে পারে। তবে সামগ্রিকভাবে গত বছরের তুলনায় এ বছর সংক্রমণের মাত্রা কম হতে পারে।
সরকারি তথ্য অনুযায়ী, ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে এইচএমপিভির সংক্রমণ বেড়েছে। আতঙ্ক ছড়িয়েছে যখন অনেক অভিভাবক অনলাইনে এর সমাধান খুঁজেছেন। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাস নিয়ে পরামর্শ খুঁজেছেন।
চীনের সিনহুয়া সংবাদ সংস্থা সাধারণ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। এই ভাইরাস থেকে বাঁচতে নিয়মিত হাত ধুতে হবে এবং ভিড় এড়িয়ে চলতে হবে।
মানুষের মধ্যে ধারণা ছড়িয়ে পড়েছে, এটি বুঝি কোভিডের মতো ভয়ংকর কোনো রোগ। এই ধারণা সঠিক নয়। বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানিয়েছেন, পরিস্থিতি কোভিড-১৯ মহামারির শুরুর সময়ের মতো উদ্বেগজনক নয়। এইচএমপিভি বা হিউম্যান মেটাপনিউমোভাইরাস মানুষের মধ্যে কয়েক দশক ধরেই সংক্রামিত হয়ে আসছে। মানে এই ভাইরাসের সংক্রমণ নতুন কিছু না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।