বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এইচপির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডিওন ওয়েইসলার পদত্যাগ করছেন। পারিবারিক স্বাস্থ্য সমস্যার কারণ দেখিয়ে ৫২ বছর বয়সি ওয়েইসলার প্রতিষ্ঠান ছাড়ছেন বলে গত বৃহস্পতিবার জানিয়েছে এইচপি।
চার বছর প্রতিষ্ঠানটির সিইও’র দায়িত্বে ছিলেন ওয়েইসলার। প্রতিষ্ঠানটির বোর্ড চেয়ারম্যান চিপ বার্গ বলেন, ‘বোর্ডের পক্ষ থেকে আমরা ডিওনের পরিবারের চাহিদাকে সমর্থন দেওয়ার সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি।’ আগামী ১ নভেম্বর থেকে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর দায়িত্ব নেবেন এইচপি ইমেজিং, প্রিন্টিং ও সলিউশন ব্যবসার বর্তমান প্রেসিডেন্ট ৩০ বছর বয়সি এনরিক লোরস।
একজন শিক্ষানবিশ প্রকৌশলী হিসেবে এইচপিতে যোগ দিয়েছিলেন লোরস। হিউলেট-প্যাকার্ড করপোরেটেডকে আলাদা দুটি প্রতিষ্ঠান হিসেবে শেয়ারবাজারে নাম লেখাতে ভূমিকা রেখেছেন তিনি। স্যামসাংয়ের প্রিন্টার ব্যবসা ১০৫ কোটি ডলারে এইচপি কিনে নেওয়ার পেছনেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আগে হিউলেট-প্যাকার্ড কোম্পানি নামে পরিচিত ছিল প্রতিষ্ঠানের হার্ডওয়্যার ব্যবসা বিভাগ ক্যালিফোর্নিয়ার এইচপি ইনকরপোরেটেড।
সম্প্রতি প্রতিষ্ঠানের চতুর্থ প্রান্তিকের আয়ের হিসাব প্রকাশ করা হয়েছে, যা ওয়াল স্ট্রিটের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এতে এইচপির শেয়ারমূল্য কমেছে ছয় শতাংশ। ধারণা করা হচ্ছে চতুর্থ প্রান্তিকে এ প্রতিষ্ঠানটির লাভ হবে শেয়ারপ্রতি ৫৫ থেকে ৫৯ সেন্ট।
গত ৩১ জুলাই শেষ হওয়া তৃতীয় প্রান্তিকে এইচপি ইনকরপোরেটেডের আয় বলা হয়েছে এক হাজার ৪৬০ কোটি ডলার, যা বিশ্লেষকদের ধারণার চেয়ে কিছুটা কম। প্রতিষ্ঠানের প্রিন্টিং ব্যবসায় বিক্রি কিছুটা কমে যাওয়ায় আয় প্রত্যাশামতো হয়নি বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
খবর: ফিন্যান্সিয়াল টাইমস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।