স্পোর্টস ডেস্ক : চলতি বিশ্বকাপের ৩৪তম ম্যাচে আজ বৃহস্পতিবার মাঠে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হয় বিকাল ৩:৩০ মিনিটে। এই ম্যাচে টসে জিতে ব্যাটিং নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
এই ম্যাচে মাঠে নামার আগে বিশ্বরেকর্ডের সামনে দাঁড়িয়ে ছিলেন কোহলি। আজকের ম্যাচে মাত্র ৩৭ রান করতে পারলেই দ্রুততম ক্রিকেটার হিসেবে ২০ হাজার রানের মাইলফলক স্পর্শ করার সামনে দাঁড়িয়ে ছিলেন কোহলি।
মাঠে নেমেই এই মাইলফলক স্পর্শ করেন কোহলি। সবচেয়ে দ্রুততম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাট মিলিয়ে ২০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির আগে এই মাইলফলক স্পর্শ করেছেন দুই ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়। এবার তৃতীয় ভারতীয় ও দ্রুততম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন কোহলি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।