আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে লকডাউন তুলে নেয়া হলেও ভালো নেই প্রবাসী বাংলাদেশিরা। যারা ফ্রি ভিসায় গিয়েছেন তাদের অবস্থা আরও করুণ। বিভিন্ন হোটেলে কাজ করা প্রবাসীদের বাধ্যতামূলক ছুটিতে পাঠাচ্ছেন হোটেল মালিকরা।
প্রায় তিন মাসের লকডাউন শেষে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে সৌদি আরব। তবে ওমরা ভিসা বন্ধ থাকায় সৌদি আরবে যেতে পারছেন বিভিন্ন দেশের হাজিরা।
এতে লোকসান গুণতে হচ্ছে মক্কা ও মদিনার হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীদের। খরচ কমাতে কর্মচারীদের বাধ্যতামূলক ছুটিতে পাঠাচ্ছেন হোটেল ব্যবসায়ীরা। কর্মহীন অবস্থায় প্রতিদিনেই বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন হাজার হাজার প্রবাসী বাংলাদেশি।
তারা বলছেন, গত তিনমাস পরিবারের চাহিদা অনুযায়ী টাকা পাঠাতে পারেননি তারা। দোকান-পাট খুলতে শুরু করলেও নেই বেচা-কেনা।
বৈধ-অবৈধ মিলিয়ে সৌদি আরবে বর্তমানে ২২ লাখ প্রবাসী বাংলাদেশি অবস্থান করছেন। মহামারি করোনায় দেশটিতে এ পর্যন্ত ৬৭০ জন বাংলাদেশি মারা গেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।