এক সময়ের এই কিশোরীই বলিউডের বহু হিট ছবির নায়িকা

এক সময়ের এই কিশোরীই বলিউডের বহু হিট ছবির নায়িকা

বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদের জীবনের নানা অদেখা ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিতে পছন্দ করেন তারকারা। কখনও নিজেদের ছোটবেলার ছবি পোস্ট করেন। কখনও আবার ছোটবেলায় কাটানো কোনও বিশেষ ভিডিও শেয়ার করে নেন অনুরাগীদের সঙ্গে।

এক সময়ের এই কিশোরীই বলিউডের বহু হিট ছবির নায়িকা
ছবি ইনস্টাগ্রাম থেকে

প্রায়শই আমরা অভিনেতা অভিনেত্রীদের ছোটবেলার ছবি দেখে থাকি সোশ্যাল মিডিয়ায়। এবারও তেমনই এক বলিউড অভিনেত্রী নিজের ছোটবেলার ছবি পোস্ট করে নস্টালজিক হলেন।

সমীরা রেড্ডি (Sameera Reddy)। ‘রেস’, ‘ওয়ান টু থ্রি’ এবং আরও বেশ কিছু বলিউড ছবিতে অভিনয় করেছেন। বর্তমানে অভিনয় জগত থেকে বেশ কিছুটা দূরে। দুই সন্তান এবং সংসার নিয়ে ব্যস্ত থাকেন। অভিনয় জগত থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর জীবনের নানা মুহূর্ত দেখতে পান নেট নাগরিকরা। কখনও তাঁকে দেখা যায় সন্তানদের সঙ্গে নানা মজাদার কাণ্ড করতে। আবার কখনও শাশুড়ি মায়ের সঙ্গে রিল তৈরি করেন। আজ তিনি ছোটবেলার ছবি পোস্ট করলেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। এগারো বছরের ছোট্ট সমীরার ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘অসাধারণ অভিব্যক্তি। এগারো বছর বয়সের আমি। ছোটবেলার এই ছবিটাই আমার সবথেকে পছন্দের।’ অভিনেত্রীর ছোটবেলার ছবি দেখে কমেন্ট করেছেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা।

 

View this post on Instagram

 

A post shared by Sameera Reddy (@reddysameera)

 

View this post on Instagram

 

A post shared by Sameera Reddy (@reddysameera)

প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগেই বলিউড অভিনেত্রী সমীরা রেড্ডি জানিয়েছিলেন, কীভাবে তিনি ১১ কেজি ওজন কমিয়ে ফেলেছেন। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ওজন কমার আগের ও পরের ছবি দিয়ে সমীরা রেড্ডি লেখেন, ‘এক বছর আগে ফিটনেস নিয়ে সিরিয়াসলি ভাবনা চিন্তা করতে শুরু করি। সেই সময় আমার ওজন ৯২ কেজি ছিল। আজ আমার ওজন ৮১ কেজি। তবে, আমি সবসময়ই বলব, ওজন কমানোর থেকে আমার এনার্জির মাত্রা যে বেড়েছে, তাতে আমি বেশি খুশি।’ তেতাল্লিশ বছর বয়সী এই অভিনেত্রীকে দেখা গিয়েছে, ‘ওয়ান টু থ্রি’, ‘ডরনা মানা হ্যায়’, ‘প্ল্যান’, ‘মুসাফির’, ‘নো এন্ট্রি’, ‘রেস’, ‘ট্যাক্সি নং ৯২১১’ এবং আরও বেশ কিছু ছবিতে। ‘ম্যায়নে দিল তুঝকো দিয়া’ ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয় তাঁর।

প্রতি সিনেমায় কত পারিশ্রমিক নেন সামান্থা?