বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে। তাই মানুষ এখন ঝুঁকছে পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ির দিকে। দিনকে দিন জনপ্রিয় হয়ে উঠেছে ব্যাটারিচালিত গাড়ি। তবে সাধারণ জ্বালানি চালিত গাড়ির তুলনায় এখনো ইলেকট্রিক কারের দাম বেশি। তাই ইচ্ছা থাকলেও অনেকেই কেনার সাহস করেন না। এই সমস্যার সমাধান মাইক্রো ইভি।
মাইক্রো ইভি সেগমেন্টে এবার লঞ্চ হল ইয়াকুজা করিশমা ইলেকট্রিক গাড়ি। এই গাড়ির দাম শুনলে অবাক হবেন আপনিও। একটি বাইকের থেকেও কম দামে কিনতে পারবেন এই ইলেকট্রিক গাড়ি। এতে আপনি পাবেন অনেক অত্যাধুনিক ফিচার। এছাড়া এই ছোট গাড়ি আপনি শহরে খুব সহজে নিয়ে ঘুরতে পারবেন। এই গাড়িটিতে ৬০ ওয়াটের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। গাড়িটি এক চার্জে ৫০ কিলোমিটার থেকে ৬০ কিলোমিটার চলবে। আর এই গাড়ি ফুল চার্জ হতে ৫ ঘণ্টা থেকে ৬ ঘণ্টা সময় লাগবে।
এছাড়া এই গাড়ির ফিচারের কথা বললে, এতে দুইটি দরজা থাকবে। দরজাতে পাওয়ার উইন্ডো দেওয়া আছে। এই গাড়িতে ৩ জন বসতে পারবেন। ছোট গাড়ি হলেও এতে সানরুফ পেয়ে যাবেন আপনি। এবার এই গাড়ির দাম শুনলে অবাক হয়ে যাবেন আপনি। মাত্র সোয়া দুই লাখ টাকায় এই গাড়ি আপনি কিনে নিতে পারেন। একটি বাইকের দামও এর থেকে বেশি হয়। বাজেট মূল্যে ইলেকট্রিক গাড়ি কিনতে চাইলে ইয়াকুজা করিশমা ইলেকট্রিক গাড়ি আপনার জন্য ভালো অপশন হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।