পীর হাবিবুর রহমান : এই ঢাকা নগরীতে একজন মেয়র এসেছিলেন ধুমকেতুর মতোন,বদলে দিচ্ছিলেন উত্তর।কি স্বপ্ন,পরিকল্পনা ও তার বাস্তবায়নে দূর্ধর্ষ সাহস দেখিয়েছেন।কেমন করে সততা পরিশ্রম কর্মদক্ষতায় কর্মে অল্প সময়েই জনতার সেবক হয়ে নগরবাসীর হৃদয় জয় করা যায় দেখিয়ে গেছেন।অকালে চলে যাওয়া মেয়র আনিসুল হকে পথটা তবু কেউ চিনতে পারেননি।কর্মই তাকে অমরত্ব দিয়েছে।
আমার ঘনিষ্ট স্বজন আনিসুল হক বহুবার আমার বাসায় আড্ডার আসরে এসেছেন।বহুবার তার বাসায় কতরাত যে আড্ডা দিয়েছি!মনে পড়লে চোখের পাতা ভিজে আসে। আনিসুল হকের আজ মৃত্যুবার্ষিকী।
আমার ৫০জন্মবার্ষিকীতে আসা এই প্রানবন্ত সৃষ্টিশীল নায়কোচিত হাসিমুখ এখনো হৃদয়ে অমলিন।আল্লাহ দয়াময় জান্নাতের দড়োজা খুলে দিন।যেখানেই থাকুন ভালো থাকুন আনিস ভাই।
লেখক: নির্বাহী সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন। (ফেসবুক থেকে সংগৃহীত)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।