জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’একটানা ৩৯ সপ্তাহ টিআরপি তালিকায় শীর্ষে থাকার রেকর্ড আছে ঝুলিতে। সৌমিতৃষা কুণ্ডু মিঠাই চরিত্রে অভিনয় করে নিজেও পেয়েছেন ব্যাপক পরিচিতি। এবার জানা গেছে, মিঠাই সিরিয়ালের পরিসর আরও বাড়ছে। এবার এ চরিত্রে দেখা যাবে দেবত্তমা সাহাকে। তবে সৌমিতৃষার ভক্তদের মন খারাপের কিছু নেই। তিনি বাদ পড়ছেন না। সিরিয়ালটির হিন্দি রিমেকে মিঠাই হচ্ছেন দেবত্তমা।
বাংলা ভাষায় সম্প্রচারিত মিঠাই সবার মন জয় করার পর তামিল ও ওড়িয়া ভাষায় রিমেক হয়েছে। এবার হিন্দি ভাষাভাষী দর্শকদেরও মিষ্টিমুখ হবে শিগগিরই। হিন্দি রিমেকেও সিরিয়ালটির নাম একই থাকবে। বদল হবে অভিনয়শিল্পী। সৌমিতৃষার জায়গায় অভিনয় করবেন দেবত্তমা। আর আদৃত রায়ের জায়গায় সিদ্ধার্থ চরিত্রে দেখা যাবে আশীষ ভরদ্বাজকে। কয়েক দিন আগে বেরিয়েছে হিন্দি মিঠাইয়ের প্রোমো।
প্রোমো দেখে ধারণা করা যাচ্ছে, সামান্য কিছু পরিবর্তন ছাড়া হিন্দিতেও মূল গল্প একই থাকবে। বাবার শেখানো পদ্ধতিতে মিষ্টি বানিয়ে সবার মন জয় করে নেবে মিঠাই। সাইকেলে চেপে বেনি দুলিয়ে এপাড়া-ওপাড়া ঘুরে ঘুরে চলবে তাঁর মিষ্টি বিক্রি। তাঁর জিলাপির স্বাদে বুঁদ হবে ছেলে-বুড়ো। বাংলা মিঠাইয়ে সৌমিতৃষাকে দেখা যায় শাড়ি পরতে। আর হিন্দিতে দেবত্তমাকে দেখা যাবে সালোয়ার কামিজে। জানা গেছে, আগামী ১৪ মার্চ থেকে জি টিভিতে শুরু হবে নতুন মিঠাই।
এদিকে বাংলা মিঠাইও এখন রমরমিয়ে চলছে। কিছুদিন আগে টিআরপি তালিকায় খানিকটা পিছিয়ে পড়েছিল, আবার উঠে এসেছে দ্বিতীয় অবস্থানে। গল্পে এখন মিঠাই ও সিদ্ধার্থের সম্পর্ক আরও মধুর হয়েছে। জি বাংলায় প্রতিদিন বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে সিরিয়ালটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।