বিনোদন ডেস্ক : তানজিম সাইরা তটিনী। সময়ের জনপ্রিয় অভিনেত্রী। খুব বেশি দিন হয়নি শোবিজে তার পথচলা। কিন্তু মিষ্টি হাসির এই অভিনেত্রী দিনে দিনে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নাটকের শীর্ষ চাহিদাসম্পন্ন অভিনেত্রী হিসেবে। বিজ্ঞাপন দিয়ে ক্যারিয়ার শুরু করলেও এখন নাটক নিয়েই ব্যস্ত। তার নাটক মানেই দর্শকের বাড়তি আগ্রহ। তাই প্রযোজক ও পরিচালক তার ওপর ভরসা করেন। এই অভিনেত্রী এখন বেশ ব্যস্ত সময় অতিক্রম করছেন।
কাজের ব্যস্ততা প্রসঙ্গে তটিনী বলেন, ‘শুটিং করছি। বিভিন্ন সিঙ্গেল নাটকের পাশাপাশি ভ্যালেন্টাইনের কাজ নিয়ে ব্যস্ত আছি। যেহেতু ভালোবাসা দিবস আসতে এক মাসেরও কম সময়, তাই এখন বেশিরভাগ কাজ ওই দিনকেই কেন্দ্র করে। আশা করছি, এবারের ভ্যালেন্টাইনে আমার একাধিক নাটক প্রচারে আসবে।’এই অভিনেত্রী সহশিল্পীদের নিয়ে মোটেও চিন্তিত থাকেন না। এ বিষয়ে তটিনী বলেন, ‘বরাবরই আমি সবার সঙ্গেই কাজ করি। আমার কারও প্রতি কোনো খারাপ লাগা নেই। এটা আসলে আর্টিস্টদের ওপর নির্ভর করে না। নির্মাতারা নির্ধারণ করেন তাদের গল্পে জুটি হিসেবে কাকে মানাবে। আমার কাজ নির্মাতার চাহিদা অনুযায়ী গল্পকে ফুটিয়ে তোলা।’
তটিনীকে সব সময় রোমান্টিক ফিকশনে দেখা যায়। এর অবশ্য কারণ আছে। এ প্রসঙ্গে জনপ্রিয় এই অভিনেত্রী বলছেন, ‘অভিনয়শিল্পী হিসেবে বিভিন্ন গল্প, চরিত্রই আমাদের কাম্য থাকে। তবে আমি শুরু থেকেই রোমান্টিক ঘরানার গল্পে কাজ করেছি। তাই হয়তো নির্মাতা মনে করেন আমাকে এ ধরনের গল্পেই মানাবে। কিন্তু তার মানে এই না যে আমি ভিন্নরকম গল্পে কাজ করিনি।’
অন্যান্য কাজের প্রসঙ্গে এই অভিনেত্রীর ভাষ্য, ‘নাটক দিয়ে পরিচিতি পাওয়ার পর বিভিন্ন মিউজিক ভিডিওতে কাজ করার প্রস্তাব পেয়েছি। কিন্তু আমি সেগুলো করিনি। এমন কোনো ইচ্ছেই আমার নেই। শুরু থেকেই আমি নাটকে অভিনয় করতে চেয়েছি। যেহেতু আমি এই সূযোগ পেয়েছি, এখন এটা উপভোগ করতে চাই।’
কার কাজ অনুপ্রাণিত করে তটিনীকে? এমন প্রশ্নে তটিনী একটু চিন্তা করে বললেন, ‘একেকজনের একেক বিষয় ভালো লাগে। সবার কাছ থেকেই শেখার চেষ্টা করি। অপি করিমের অভিনয়, সংলাপ বলা এত স্নিগ্ধ, আমার খুবই ভালো লাগে। মানুষ বলে, এই প্রজন্মের মানুষের মধ্যে স্নিগ্ধতা অনেক কম। আমিও তা-ই বলি। প্রিয়দের তালিকায় আফসানা মিমি, অপি করিম আপার নাম প্রথম দিকে থাকবে।’
কোন নাটকটি ক্যারিয়ারে বাঁকবদল ঘটিয়েছে প্রসঙ্গে বলেন, ‘সুহাসিনী’ নাটকের জন্য সাধারণ মানুষ আমাকে চিনতে শুরু করেছে। নাটকটির নির্মাতা মিজানুর রহমান আরিয়ান স্যারকে ধন্যবাদ জানাই। কাজটি আমার কাছে বিশেষ। অনেক শিল্পীই তার কাজ করার স্বপ্ন দেখেন।
তটিনী অভিনয় ছাড়া আর কী কী পারেন ভক্তদের মনে কৌতূহল থাকতেই পারে। হ্যাঁ, অভিনয় ছাড়াও গান গাইতে ও ছবি আঁকতে ভীষণ ভালোবাসেন তটিনী। বললেন, ‘একটু অবসর পেলেই আমি ছবি আঁকি ও গান গাই। তবে অবসর আসলে কমই পাই।’
দশ বছর পর তটিনী নিজেকে কোথায় দেখতে চান? তানজিম সাইরা তটিনী বলেন, ‘দশ বছর পর আমার কাজ দিয়ে মানুষ আমাকে মনে রাখুক, নিজেকে সেই পর্যায়ে নিয়ে যেতে চাই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।