বিনোদন ডেস্ক : ‘আয়নাবাজি’ ছবিটি দিয়ে চলচ্চিত্রে নাম লিখিয়েছেন উপস্থাপিকা ও মডেল মাসুমা রহমান নাবিলা। চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। বর্তমান সময়ে উপস্থাপনা নিয়ে ব্যস্ত থাকলেও দেখা যায় নাটক-টেলিছবিতেও।
নতুন খবর হলো, প্রথমবারের মত ঢাকাই ছবির চিত্রনায়ক আরিফিন শুভ’র সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন নাবিলা। তবে তা কোনো সিনেমার জন্য নয়। ওয়ালটনের তিনটি ভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপনে দেখা যাবে এই জুটিকে।
ওয়ালটনের ব্লেন্ডার, ওয়াশিং মেশিন এবং মাল্টি কুকারের টিভিসিগুলো নির্মাণ হবে দেশের বিভিন্ন লোকেশনেই। আজ থেকে শুটিংয়ে অংশ নেবেন শুভ-নাবিলা। এগুলো পরিচালনা করবেন তৌহিদ মিতুল।
নাবিলা বলেন, ‘জুটির গল্প নিয়ে তিনটি ভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন হবে। আলাদা আলাদা গল্পে আলাদা আলাদা প্রোডাক্ট। আইডিয়াগুলো পছন্দ হয়েছে। আরিফিন শুভর সঙ্গেও প্রথমবার কাজ করছি এটাও ভালো লাগছে।’
এর আগে গেল রোজার ঈদে একটি এলপি গ্যাসের বিজ্ঞাপনে কাজ করেছিলেন নাবিলা। এছাড়াও গেল কোরবানি ঈদে একটি নাটকেও দেখা গিয়েছিল তাকে। চলতি বছরেই নতুন সিনেমার ঘোষণা নিয়ে হাজির হচ্ছেন এই অভিনেত্রী।
নতুন এই বিজ্ঞাপনটির শুটিং শেষ করে আগামী ১১ সেপ্টেম্বর দেশ ছাড়বেন নাবিলা। পরিবার নিয়ে মিশর ও তুরস্কে দুই সপ্তাহের অবকাশ কাটাবেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।