এই বছরই মা হবেন বলিউডের যে ৩ অভিনেত্রী

বলিউডের অভিনেত্রী

বিনোদন ডেস্ক : একের পর এক সুখবর আসছে বলিউড (Bollywood) নায়িকাদের থেকে। গত কয়েক মাসের মধ্যে মা হওয়ার খবর শুনিয়েছেন ইন্ডাস্ট্রির একাধিক নায়িকা। ইয়ামি গৌতম, বরুণ ধাওয়ান-নাতাশা দালাল, দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), অনুষ্কা শর্মারা একে একে সুখবর শুনিয়েছেন। এবার সেই তালিকাতে আরও দুই নায়িকার নাম যুক্ত হল। এই বছরই নাকি মা হতে চলেছেন তারা!

বলিউডের অভিনেত্রী

অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহের অনুষ্ঠানে হাজির হয়েছিল প্রায় গোটা বলিউড। দীপিকা পাড়ুকোন অন্তঃসত্ত্বা হওয়া সত্বেও অনুষ্ঠানে শুধু হাজির হয়েছিলেন তাই নয় তিনি রণবীর সিংয়ের সঙ্গে নাচের পারফরম্যান্সও করেছেন স্টেজে। স্ত্রীকে সব সময় আগলে আগলে রাখছিলেন রণবীর। এই জুটির মতই সকলের নজর কাড়েন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif), ভিকি কৌশল (Vicky Kaushal)।

ভিকি এবং ক্যাটরিনার বিয়ে হয়েছে বেশ কয়েক বছর আগে। বিয়ের পর থেকেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার উড়ো খবর ছড়িয়েছে বারবার। কিন্তু আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে ক্যাটরিনাকে ঢিলেঢালা পোশাকে দেখে এবং তার প্রতি ভিকি কৌশলের যত্ন নেওয়া দেখে সকলেরই মনে সন্দেহ হতে শুরু করে। তাই ক্যাটরিনার মা হওয়ার খবর নিয়েও তুমুল জল্পনা চলছে।

গুজরাটের জামনগরে অনন্তর বিয়ের অনুষ্ঠানের দিনে ঢিলেঢালা পোশাক পরে হাজির হয়েছিলেন ক্যাটরিনা। গোলাপি রঙের ওড়নায় জড়িয়ে রেখেছিলেন নিজেকে। ক্যাটরিনার মতই বিমানবন্দরে পরিনীতি চোপড়াকেও সেরকম ঢিলেঢালা পোশাক পরতে দেখে বেশ অবাক হয়েছেন নেটিজেনরা। তিনিও কি তবে অন্তঃসত্ত্বা?

মাত্র ৫ মাস আগেই রাঘব চাড্ডা এবং পরিনীতি চোপড়ার (Parineeti Chopra) বিয়ে হয়। বিয়ের এক বছরের মধ্যেই মা হওয়ার সুখবর এতদিনে বহু অভিনেত্রীই শুনিয়েছেন। কেউ কেউ তো আবার অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পর তড়িঘড়ি বসেছেন বিয়ের পিঁড়িতে। এই তালিকাতে শ্রীদেবী থেকে শুরু করে কঙ্কনা সেন শর্মা, মহিমা চৌধুরী, স্বরা ভাস্কর, আলিয়া ভাটদের মত অভিনেত্রীদের নাম রয়েছে।

লাখ কোটি টাকা বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

তবে ক্যাটরিনা এবং পরিনীতির তরফ থেকে নিশ্চিতভাবে সুখবর মেলেনি এখনও। দীপিকা পাড়ুকোন যেমন তার প্রেগনেন্সির খবর আগেভাগে জানাননি। বাফটার মঞ্চে যখন তাকে দেখে প্রেগনেন্সির গুজব ছড়াতে শুরু করে তখন তিনি সর্বসমক্ষে মা হওয়ার খবর স্বীকার করে নেন। ক্যাটরিনা ও পরিনীতিও কি তবে সুখবর গোপন করছেন? তবে কি এই বছরই আরও ৩ বলিউড নায়িকার কোল আলো করে আসবে সন্তান? উত্তর মিলবে আগামীতেই।