বিনোদন ডেস্ক : কোমল, গ্ল্যামারাস যে দৃশ্যই হোক বা বিতর্ক, সব সময়েই উত্তেজনার ও উত্তাপের পারদ চড়িয়ে রেখেছেন কিম কার্দাশিয়ান। পেজ থ্রি র শীর্ষে সব সময়ই রয়েছেন তিনি। আবার তিনি চলে এলেন চর্চায়।
কিম মানেই কামনা। কিম মানেই আগুনের গোলা। সেই কিম এবার তাঁর ভক্তদের জন্য বছরের শেষ দিনে একটি হাটে গরম খবর দিলেন।
সৌদির রাজপুত্র মুহাম্মদ বিন সালমান তাঁর সঙ্গে একরাত কাটাতে চেয়েছেন। আর কিমের এই মহামূল্যবান সময় থেকে তাঁকে একরাত দেওয়ার জন্য কিমকে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৭ কোটি টাকা পারিশ্রমিক দেবেন বলেও জানান।
সম্প্রতি কিমের স্বামী একটি ট্যুইট শেয়ার করেছিলেন যে তাঁর বেশ কয়েক কোটির দেনা রয়েছে। সেই টুইট প্রিন্সের নজরে পড়তেই তিনি কিমের কাছে এই অফার পৌঁছে দেন।
কিম জানিয়েছেন তিনি এরকম অফার প্রায়শই পান। কিন্তু তা বলে টাকা ওড়ালেই তাঁকে পাওয়া যাবে না। তাঁর সঙ্গে রাত কাটাতে হলে সুন্দর মনও প্রয়োজন।
এরপর আমেরিকার এই ফেমাস সেলিব্রিটি তাঁর ভক্তদের মতামত জানতে চেয়েছেন কমেন্ট বক্সে। কিমের সিদ্ধান্তে সহমত প্রকাশ করলে আপনিও আপনার মত জানাতে পারেন সরাসরি এই বিখ্যাত মডেলকে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel