মোহাম্মদ আল আমিন : সম্প্রতি, গোল ডট কম ও ফোর্বস বিশ্বের সেরা ৩ জন ধনী ফুটবলারদের তালিকা প্রকাশ করেছে। যেখানে রোনালদো ও মেসির সাথে এবার উঠে এসেছে ব্রাজিলিয়ান তারকা নেইমারের নাম।
রোনালদো বা মেসি শুধু যে ফুটবল খেলেই বিপুল পরিমাণ অর্থ আয় করে থাকেন এমন না। বর্তমান দুনিয়ায় ফুটবলাররা বিভিন্ন কোম্পানির সাথে যুক্ত হয়ে স্পন্সরশীপের মাধ্যমেও অনেক অর্থ আয় করে থাকেন। আবার কিছু কিছু ফুটবলার তো নিজস্ব হোটেল বা পণ্যের ব্যবসার মাধ্যমেও নিজেদের নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়।
গোল ডট কম ও ফোর্বস-এর নজরে তাদের সম্পদের পরিমাণ-
১। ক্রিশ্চিয়ানো রোনালদো। তার বর্তমান সম্পদের পরিমাণ ৪৪৭ মিলিয়ন ডলার। সিআর৭ খ্যাত য়ুভেন্টাস ফরোয়ার্ড এই পর্তুগীজ তারকা শুধু খেলাধুলা করেই নয়। তার নিজস্ব ব্র্যান্ড সিআর৭ এবং বিভিন্ন কোম্পানির স্পন্সরশীপের মাধ্যমেও তিনি প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ আয় করে থাকেন।
২। লিওনেল মেসি। তার বর্তমান সম্পদের পরিমাণ ৩১৮ মিলিয়ন ডলার। আর্জেন্টাইন এই তারকা তার সম্পদের প্রায় ৩ ভাগের ২ ভাগ বার্সা ক্লাব থেকেই আয় করে থাকেন। এছাড়া বড় বড় কোম্পানি যেমন পেপসি বা অ্যাডিডাস এসব কোম্পানির স্পন্সরশীপ থেকে তিনি প্রতি বছর প্রায় ৩৫ মিলিয়ন ডলার আয় করে থাকেন।
৩। নেইমার জুনিয়র। তার বর্তমান সম্পদের পরিমাণ ২৫০ মিলিয়ন ডলার। নেইমার তার ক্লাব পিএসজি থেকে বিপুল পরিমাণ অর্থ আয় করা ছাড়াও বিভিন্ন কোম্পানির স্পন্সর থেকে প্রতি বছর তিনি ১৭ মিলিয়ন ডলার আয় করে থাকেন।
ব্রাজিলিয়ান এই তারকার সম্পদের পরিমাণ রোনালদো ও মেসির তুলনায় কম। তবে ফুটবল ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলার নেইমার জুনিয়র নিজেই। ২০১৭ সালে ফরাসি ক্লাব পিএসজি, রেকর্ড পরিমাণ ফি দিয়ে বার্সা থেকে নিজেদের ক্লাবে যোগ করে নেন ব্রাজিলিয়ান এই তারকাকে। পিএসজি তাদের নিজেদের ক্লাবে নেইমারকে আনতে সে সময় ২২২ মিলিয়ন ইউরো দিয়েছিলো কাতালান ক্লাব বার্সাকে।
এইখানেই শেষ নয়। মোট সম্পদের মালিকের দিক থেকে ক্রিশ্চিয়ানো রোনালদো প্রথমে থাকলেও বর্তমান ফুটবলে সব থেকে বেশি পরিমান ক্লাব থেকে বেতন পেয়ে থাকে লিওনেল মেসি। কাতালান ক্লাব, বার্সা থেকে প্রতি সপ্তাহে মেসি বেতন পেয়ে থাকেন, ৬ লাখ ১৫ হাজার ইউরো।
এ তালিকার দ্বিতীয় স্থানে আছে নেইমার জুনিয়র। তিনি ফরাসি ক্লাব পিএসজি থেকে প্রতি সপ্তাহে বেতন পেয়ে থাকেন, ৫ লাখ ১৫ হাজার ইউরো। আর তৃতীয় নম্বর স্থানে আছে, সিআর৭ খ্যাত ক্রিশ্চিয়ানো রোনালদো। রোনালদো তার ইতালিয়ান ক্লাব ইয়ুভেন্টাস থেকে প্রত্যেক সপ্তাহে ৫ লাখ ইউরো বেতন পেয়ে থাকেন।