সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের শিবালয়ে শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার বিচার চাইতে যাওয়া বাবাকে থানায় মারধরের ঘটনায় এএসআই এর পর এবার ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনকে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে শিবালয় থানার ওসি প্রত্যাহারের আদেশ পান।
মানিকগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে একই ঘটনায় শনিবার রাতে শিবালয় থানার এএসআই আরিফ হোসেনকে প্রত্যাহার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে শিবালয়ের রূপসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মিয়ার ভাই রজ্জব পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। সে সময় শিশুটির বাবা ভয়ে মামলা না করলেও সপ্তাখানেক আগে শিবালয় থানায় তিনি ধর্ষণচেষ্টার অভিযোগ আনেন।
গত শনিবার সন্ধ্যায় মামলার খবর নিতে থানায় গেলে ডিউটি অফিসার এএসআই আরিফ হোসেন শিশুটির বাবার সঙ্গে অপেশাদারি আচারণ করেন। এক পর্যায়ে থানার ভেতর তাকে মারধরও করেন পুলিশের ওই কর্মকর্তা। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।
এ বিষয়ে পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান বলেন, ‘কোনো পুলিশ সদস্য অপরাধ করলে তার দায় পুলিশ বাহিনী নেবে না। যে অপরাধ করবে দায় সে নেবে। শিবালয়ের ওই ঘটনায় তাৎক্ষণিকভাবে ওই এএসআইকে প্রত্যাহার করা হয়েছে। ডিআইজি স্যারের আদেশের পরে থানার ওসিকেও প্রত্যাহার করা হয়েছে।’
ঘটনাটির তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অপু মোহন্তকে দায়িত্ব দেয়া হয়েছে বলেও জানান পুলিশ সুপার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।