স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল বৃষ্টিতে পুরোপুরি অনুষ্ঠিত না হওয়ায় দর্শকদের সমস্যা হচ্ছে না কোনও। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার খেলা আজ পুনরায় মাঠে গড়ালেও একই টিকিটে খেলা দেখতে পারবেন দর্শকরা। তবে সেক্ষেত্রে মূল টিকিটটি হাতে এনে প্রবেশ করতে হবে স্টেডিয়ামে।
আবার কেউ খেলা দেখতে না চাইলে সেই টিকিটে খেলা দেখতে পারবেন স্থানীয় ক্রিকেট কমিউনিটির সদস্যরা। সেক্ষেত্রে ওল্ড ট্যাফোর্ডে যারা খেলা দেখবেন না তারা টিকিট জমা দিয়ে দিতে পারবেন। যা সুবিধা করে দেবে বঞ্চিতদের।
গতকাল বৃষ্টির বাধায় ম্যাচটি অসম্পূর্ণ থেকেছে। শুরুতে টস জিতে ৫ উইকেটে ২১১ রান তুলতে পারে নিউজিল্যান্ড। শ্লথ গতিতে খেলতে থাকার পরই শেষ ভাগে বৃষ্টি নামে। তার পরে আর খেলা শুরু করা যায়নি দু’দলের। ফলে ম্যাচ গড়িয়েছে রিজার্ভ ডেতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।