স্পোর্টস ডেস্ক : ক্রিকেটকে বলা হয় গৌরবময় অনিশ্চয়তার খেলা। বাইশ গজে ব্যাট-বলের লড়াইয়ে ছড়ায় রোমাঞ্চ। এবার ঘটেছে অদ্ভুত এক কাণ্ড, একই বলে ‘ছক্কা ও আউট’ দুটিই দেখল ক্রিকেটপ্রেমীরা।
এমন অদ্ভুত ঘটনা ঘটেছে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে। এজবাস্টনে মিডলসেক্সের বিরুদ্ধে খেলছিল ওয়ারউইকশায়ার। মিডলসেক্সের অধিনায়ক টবি রোলান্ড জোনস ব্যাট করছিলেন ২১ রানে। মিডলসেক্সের ইনিংসের ৫০তম ওভারের পঞ্চম বলে এড বার্নার্ডকে লং অনের ওপর দিয়ে উড়িয়ে মারেন জোনস। বল গ্যালারিতে আছড়ে পড়লে আম্পায়ার দুহাত আকাশ পানে তুলে জানিয়ে দেন এটি ছক্কা।
এরপরই ঘটেছে বিপত্তি। জোনসের ব্যাটে লেগে বল সীমানা ছাড়া হলেও ব্যাট নামানোর মুহূর্তে জোনসের ব্যাটের আঘাতে পড়ে যায় স্ট্যাম্পের বেল। বিষয়টি লক্ষ্য করেন ওয়ারউইকশায়ারের উইকেটরক্ষক। তাৎক্ষণিক আম্পায়ারের কাছে আউটের আবেদন করলে তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন হন ফিল্ড আম্পায়াররা।
রিপ্লেতে দেখা যায় ব্যাট নামানোর সময় জোনসের ব্যাট স্থির ছিল না। নিয়ম অনুযায়ী ব্যাট সুইং করা অবস্থায় সেটি স্ট্যাম্পে লেগে যদি বেল পড়ে যায় তাহলে ব্যাটার আউট। এর ফলে হিট উইকেট হয়ে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় জোনসকে। ক্রিকেটে এমন ঘটনা এবারই প্রথম নয়। হিট আউট হবার অনেক রেকর্ড থাকলেও একই বলে ছক্কা ও আউটের ঘটনায় বিস্মিত ক্রিকেটপ্রেমীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।