একই রকেটে চন্দ্রযান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ও জাপান

চন্দ্রযান

যাঁদের ব্যক্তিগত গাড়ি বা মোটরবাইক নেই, তাঁদের কাছে উবার-পাঠাওয়ের মতো অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং বেশ জনপ্রিয়। কম খরচে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার সুযোগ থাকায় দিন দিন রাইড শেয়ার ব্যবস্থায় অভ্যস্ত হয়ে উঠেছেন অনেকে। এবার রাইড শেয়ারের আদলে একই রকেটে চাঁদের উদ্দেশে দুটি লুনার ল্যান্ডার বা চন্দ্রযান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ও জাপানের দুই বেসরকারি প্রতিষ্ঠান ফায়ারফ্লাই অ্যারোস্পেস ও আইস্পেস। গতকাল বুধবার ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের তৈরি ফ্যালকন ৯ রকেটে করে চাঁদের উদ্দেশে পাঠানো হয়েছে লুনার ল্যান্ডারগুলো।

চন্দ্রযান

চাঁদের উদ্দেশে যাত্রা করা লুনার ল্যান্ডারগুলোর নাম হচ্ছে ‘ব্লু গোস্ট’ ও ‘রেজিলিয়েন্স’। বেসরকারি পর্যায়ের এই মিশনকে বেশ গুরুত্বপূর্ণ বলে অভিহিত করছেন মহাকাশ বিশ্লেষকেরা। চাঁদে অনুসন্ধানের সুযোগ বাড়াতে এ ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন তাঁরা।

যুক্তরাষ্ট্রের ফায়ারফ্লাই অ্যারোস্পেসের তৈরি ব্লু গোস্ট চাঁদের উত্তর-পূর্ব দিকে মেরে ক্রিসিয়াম এলাকার আগ্নেয়গিরির ধুলা অনুসন্ধান করবে। ফলে চাঁদের কঠোর বিকিরণের মধ্যে কাজ করবে লুনার ল্যান্ডারটি। আর জাপানের আইস্পেসের তৈরি রেজিলিয়েন্স লুনার ল্যান্ডারটি চাঁদের উত্তর দিকে থাকা মেরে ফ্রিগোরিস এলাকায় গবেষণা করবে। দুটি অভিযানের সঙ্গেই মহাকাশ গবেষণা সংস্থা নাসা পর্যবেক্ষক হিসেবে যুক্ত রয়েছে।

চাঁদের উদ্দেশে লুনার ল্যান্ডার পাঠানোর বিষয়ে ফায়ারফ্লাই অ্যারোস্পেসের প্রধান নির্বাহী কর্মকর্তা জেসন কিম বলেন, ‘আমাদের অভিযান ভবিষ্যতের অন্য অনেক মিশনের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে। একই রকেটে জাপানের টোকিওভিত্তিক আইস্পেসের তৈরি লুনার ল্যান্ডারও পাঠানো হয়েছে।’