জুমবাংলা ডেস্ক : দিনাজপুরের খানসামায় শয়নকক্ষ থেকে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই শয়নকক্ষ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাতে খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের আরজি জুগিরঘোপা গ্রামের বেনু পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুজাতা রানী রায় (২৬) ও তার মেয়ে নিলাদ্রি রানী রায় (৬)। তারা পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের বেলারহাট বাঘচড়া গ্রামের ভক্ত রায়ের স্ত্রী ও কন্যা।
এলাকাবাসী ও পুলিশ জানায়, কয়েকদিন আগে মেয়েকে নিয়ে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন সুজাতা রানী রায়। বুধবার সন্ধ্যায় বাবার বাড়ির একটি শয়নকক্ষে আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় সুজাতা রানী ও তার মেয়ের লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে পুলিশকে খবর দিলে খানসামা পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ দুটি উদ্ধার করে। এ সময় ওই শয়নকক্ষ একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ওই কক্ষে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। কিন্তু হাতের লেখাটি কার তা নিশ্চিত হওয়া যায়নি। এটি পরীক্ষা-নীরিক্ষা চলছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরির কাজ চলছে। ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।