স্পোর্টস ডেস্ক: অনুশীলন পর্ব সেরেই সংবাদ সম্মেলনে এলেন মাশরাফি বিন মর্তুজা। এসেই প্রশ্নোত্তর পর্ব শুরুর আগে বললেন, আমার কিছু কথা বলার আছে। এরপরই লিখে আনা বক্তব্য পড়তে শুরু করেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
আজ বৃহস্পতিবার দুপুরে সিলেটে মাশরাফি জানিয়ে দিলেন, শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় এবং শেষ ওয়ানডেই অধিনায়ক হিসেবে তাঁর শেষ ম্যাচ।
মাশরাফি জানিয়েছেন, এই সিদ্ধান্ত তিনি নিজেই নিয়েছেন। তবে সুযোগ হলে বাংলাদেশের হয়ে খেলে যেতে চান তিনি।
বাংলাদেশের ক্রিকেটের প্রাণ বলা হয় ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত মাশরাফি বিন মুর্তজাকে। ২২ গজ ক্রিজের ক্রিকেট মাঠে তাকে একজন যোদ্ধাও বলে থাকে তার ভক্তরা।
৫ অক্টোবর ১৯৮৩ সালে নড়াইলে জন্মগ্রহণ করেন বর্তমান বাংলাদেশ দলের একদিনের ক্রিকেটে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেট মাঠে তার গল্পটা কঠোর পরিশ্রমের, অক্লান্ত সাধনায় নিজেকে প্রতিনিয়ত ছাড়িয়ে যাওয়ার লড়াইয়ের। মাঠে আরেকটু ভাল করার জন্য ট্রেনিংয়ে আরও জোর দেওয়া, প্রতি মুহূর্তেই বিগত মুহূর্তের চেয়ে আরেকটু বেশি! অবিশ্বাস্য শৃঙ্খলা, রক্ত জল করা খাটুনি, আর বিন্দু বিন্দু ঘামেই তৈরি ইনজুরিজর্জর মাশরাফি নামের কিংবদন্তীর!
নড়াইল থেকে আগত এই ৬ ফুট ২ ইঞ্চির ডানহাতি পেস বোলার মাশারাফি বিন মুর্তজা বাংলাদেশের হয়ে ক্রিকেটে অভিষেক করেন ৮ নভেম্বর ২০০১ সালে। মাত্র ১৭ বছর বয়সেই টেস্ট ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে তার অভিষেক ঘটান তিনি। ওই একই বছর ২৩ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষেই একদিনের ক্রিকেটেও অভিষেক করেন তিনি।
একদিনের ক্রিকেট (২১৭) বা টি-টোয়েন্টিতে (৫৪) অসংখ্য ম্যাচ খেলেছেন মাশরাফি। তবে ইনজুরির কারণে টেস্ট ক্রিকেটে নিজের ক্যারিয়ারটা দীর্ঘায়িত করতে ব্যর্থ হন তিনি। মাত্র ৩৬টি ম্যাচ খেলে ২০০৯ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান ম্যাশ।
২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্ট ম্যাচ খেলেন মাশরাফি। এরপর সাদা পোষাকে বাংলাদেশের হয়ে আর কখনও ক্রিকেট মাঠে প্রতিনিধিত্ব করেননি তিনি।
বল হাতে বা ব্যাট হাতে বাংলাদেশকে অসংখ্যবার ম্যাচ জিতিয়েছেন তার নেতৃত্ব দিয়েও। আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে এখনও পর্যন্ত মোট ৮৭টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। যার ৪৯টিতে জয় ও ৩৬টি ম্যাচে পরাজয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।
মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম বোলিং স্তম্ভ ও বর্তমান একদিনের আন্তর্জাতিকে দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। পেস বল করার পাশাপাশি কখনও কখনও দলকে এনে দিয়েছেন ব্যাট হাতে গুরুত্বপূর্ণ রানও। বাংলাদেশ জাতীয় দল ছাড়াও তিনি এশিয়া একাদশের একদিনের আন্তর্জাতিক দলে খেলেছেন।
মাশরাফি বাংলাদেশের জাতীয় জার্সি গাঁয়ে টেস্ট ম্যাচ খেলেন ৩৬টি। যেখানে বল হাতে ৪১.৫২ গড়ে মোট উইকেট নেন ৭৮টি। টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ৫ উইকেট পাওয়ার কৃতিত্ব অর্জন করতে ব্যর্থও হন তিনি। ইনিংস সেরা বল করেন ইংল্যান্ডের বিপক্ষে ২০০৩ সালে। ৬০ রান খরচে ৪ উইকেট তুলে নিয়েছিলেন ইংলিশদের বিপক্ষে।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মাশরাফি সব মিলিয়ে ম্যাচ খেলেছেন ২১৭টি। বল হাতে উইকেট পেয়েছেন ২৬৬টি এবং ইনিংস সেরা বল করেন ৬/২৬।
অন্যদিকে, শর্ট ফরম্যাটের ক্রিকেট অর্থাৎ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৫৪টি। বল হাতে উইকেট শিকার করেন ৪২টি। ইনিংস সেরা বল করেন ৪/১৯।
তথ্যসূত্র: ক্রিকইনফো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।