বিনোদন ডেস্ক: একটি সাধারণ সাদামাটা সিনেমা তৈরিও যে লাখ টাকার গল্প সেকথা কমবেশি প্রায় প্রত্যেকেই জানেন। তবে একটি জাঁকজমকপূর্ণ ছবি তৈরির খরচ কয়েক কোটি টাকা। অনেক ক্ষেত্রে সেই অঙ্কটা কয়েকশো কোটিও পেরিয়ে যায়। ভারতীয় সিনেমার ইতিহাসে এমন বহু ছবি রয়েছে, যেগুলি তৈরি করতে নির্মাতাদের প্রায় কয়েকশো কোটি টাকা খরচ হয়েছে। আজ ভারতীয় সিনেমার (Indian movies) ইতিহাসের সবচেয়ে দামি ৬ সিনেমার নাম একটু জেনে নেওয়া যাক।
আরআরআর (RRR)- ২০২২ সালে মুক্তি পেয়েছিল জুনিয়র এনটিআর, রাম চরণ, অজয় দেবগণ, আলিয়া ভাট অভিনীত এই ছবিটি। মূলত তেলেগু ভাষায় তৈরি হলেও, সর্বভারতীয় স্তরে ছবিটি জনপ্রিয়তা লাভ করেছিল। ছবিটি ডাব করে মোট ৫টি ভিন্ন ভাষায় মুক্তি পেয়েছিল। মাল্টি-স্টারার এই সিনেমাটি তৈরি করে নির্মাতাদের ৫৫০ কোটি টাকা খরচ হয়েছিল।
২.০ (2.0)- ২০১৮ সালে মুক্তি পেয়েছিল এই ছবিটি। ছবিতে অভিনয় করেছিলেন রজনীকান্ত, অক্ষয় কুমার। পক্ষীরাজনের চরিত্রে ‘খিলাড়ি’র অভিনয় দর্শকদের প্রশংসা লাভ করেছিল। ছবিটি তৈরি করতে খরচ হয়েছিল ৫০০ কোটি টাকা। বক্স অফিসেও ভালো ব্যবসা করেছিল ছবিটি।
সাহো (Saaho)- দক্ষিণের সুপারস্টার ‘বাহুবলী’ প্রভাস অভিনীত এই ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। তাঁর বিপরীতে দেখা গিয়েছিল বলিউডের নামী অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে। ছবিটির মোট বাজেট ছিল ৩৫০ কোটি টাকা। বক্স অফিসে এক প্রকার ঝড় তুলেছিল ছবিটি।
থাগস অফ হিন্দোস্তান (Thugs of Hindostan)- ২০১৮ সালে মুক্তি পেয়েছিল অমিতাভ বচ্চন, আমির খান, ক্যাটরিনা কাইফ অভিনীত এই ছবিটি। বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছিল ছবিটি। কিন্তু ছবিটি তৈরি করতে খরচ হয়েছিল ৩১০ কোটি টাকা।
রাধে শ্যাম (Radhe Shyam)- চলতি বছর, অর্থাৎ ২০২২ সালে মুক্তি পেয়েছে প্রভাস এবং পূজা হেগড়ে অভিনীত এই ছবিটি। ছবিটি তৈরি করতে নির্মাতাদের ৩০০ কোটি টাকা খরচ হয়েছিল। কিন্তু ছবিটি বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছিল।
সে রা নরসিমা রেড্ডি (Sye Raa Narasimha Reddy)- ২০১৯ সালে মুক্তি পেয়েছিল এই ছবিটি। মূলত তেলেগু ভাষায় ছবিটি নির্মাণ করা হয়েছিল। ছবিটি তৈরির পিছনে নির্মাতাদের ২৭০ কোটি টাকা খরচ হয়েছিল।
গীতাকে পাওয়ার জন্য যা যা করেছেন হরভজন সিং, জানুন সেই প্রেম কাহিনী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।