আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় রেলওয়ে পাঁচ কোটি ৮৯ হাজার রুপি খরচ করা হয়েছে ২,৬৩৬ ইঁদুর ধরার জন্য। এই হিসেব অনুযায়ী, প্রত্যেক ইঁদুর ধরতে প্রায় ২২ হাজার ৩৪৪ রুপি যা বাংলাদেশি টাকায় ২৬ হাজার ৬২৫ খরচ করে।
ভারতীয় রেলের যে কোনও স্টেশনে দাঁড়িয়ে থাকার সময় আমরা প্রায় সকলেই ট্র্যাকের উপরে প্রচুর ইঁদুর দেখতে পাওয়া যায়৷ ইঁদুরের উৎপাতে নাজেহাল ভারতীয় রেল৷ কিন্তু আপনি কী জানেন এই উৎপাত থেকে বাঁচতে একটি রেল ডিভিশনকে ভারতীয় সরকার প্রত্যেক ইঁদুরের উপর খরচ করছে প্রায় ২২৩০০ রুপি৷ শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি৷
সম্প্রতি একটি মাধ্যমে এই তথ্য সামনে এসেছে৷ জানা গিয়েছে ইঁদুর ধরার জন্য এই বিপুল অঙ্কের টাকা খরচ করা হচ্ছে ৷
ভারতের চেন্নাই ডিভিশন অফিস জানিয়েছে গত কয়েকদিন ধরেই ইঁদুরের উৎপাত বেড়েই চলেছে৷ রেলওয়ে স্টেশন এবং তার বগি কারখানায় ইঁদুরের উৎপাত দিন দিন বেড়েই চলেছে৷ তবে তাদের থেকে রেহাই পাওয়ার কাজও চলছে জোর কদমে৷
১৭ জুলাই তথ্যের অধিকারের এর মাধ্যমে যে তথ্য প্রকাশ হয়েছে তাতে জানা গিয়েছে তাতে প্রায় সকলেই চমকে উঠেছে৷ ডিভিশনের মাধ্যমে জানানো হয়েছে মে ২০১৬ থেকে এপ্রিল ২০১৯ পর্যন্ত প্রায় ৫ কোটি ৮৯ হাজার রুপি খরচ করা হয়েছে ২,৬৩৬ ইঁদুর ধরার জন্য৷ এই হিসেব অনুযায়ী, প্রত্যেক ইঁদুর ধরতে প্রায় ২২৩৪৪ রুপি খরচ হয়েছে৷
ভারতীয় গণমাধ্যমে উঠে আসে এই চাঞ্চল্যকর তথ্য৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।