জুমবাংলা ডেস্ক : বাগেরহাটের কেবি বাজারে প্রায় তিন কেজি ওজনের একটি ইলিশ ৫ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার সকালে সাবেক পৌর কমিশনার ও জেলা শ্রমিক লীগের সভাপতি শেখ রেজাউর রহমান মন্টু ওই মাছটি কেনেন।
ওই বাজারের পাইকারি মাছ বিক্রেতা আবেদ আলী মাছটি বিক্রি করেন। মাছটির ওজন ছিল ২ কেজি ৯০০ গ্রাম।
রেজাউর রহমান মন্টু জানান, কেবি বাজার থেকে তিনি মাঝে মধ্যে ইলিশসহ অন্যান্য মাছ কেনেন। আগামীকাল বুধবার থেকে ইলিশ ক্রয়-বিক্রয় বন্ধ থাকবে; তাই মঙ্গলবার সকালে কেবি বাজারে ইলিশ মাছ কিনতে যান তিনি।
তিনি আরও জানান, এ বছর বেশ বড় বড় সাইজের ইলিশ মাছের দেখা মিলেছে। আগেও তিনি এ বাজার থেকে দেড়-দুই কেজি ওজনের মাছ কিনেছেন। গত দুই যুগেও তিনি প্রায় তিন কেজি ওজনের এত বড় ইলিশ দেখেননি। তাই দাম একটু বেশি হলেও ৫ হাজার ৩০০ টাকা দিয়ে বাজারের সেরা ইলিশ মাছটি কিনেছেন তিনি।
তিনি আরও জানান, বাসায় এত বড় ইলিশ নিয়ে যাওয়ার পর প্রতিবেশী অনেকেই মাছটি দেখতে ছুটে আসেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।