জুমবাংলা ডেস্ক: সেনাবাহিনীর বিরুদ্ধে গুজব ছড়িয়ে একটি চক্র বাহিনীর শৃঙ্খলা নষ্টের চেষ্টা করছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
আজ (২০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Advertisement
আইএসপিআর জানায়, সেনাবাহিনীর বিরুদ্ধে গুজব ছড়িয়ে বাহিনীর শৃঙ্খলা নষ্টের চেষ্টা করছে একটি চক্র। তবে সেনাবাহিনী আগের চেয়ে এখন আরও বেশি শৃঙ্খল ও দক্ষ। তাই শৃঙ্খলা নষ্টের কোনও চেষ্টা সম্ভব হবে না। তারপরও বাহিনীর সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


