স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার ওপেনার ব্যাটসম্যান ফিলিপ হিউজ। ৩০ নভেম্বর ছিলো তার জন্মদিন। কিন্তু বাউন্সের আঘাতে ২০১৪ সালের ২৭ নভেম্বর না ফেরার দেশে চলে যেতে হয় তাকে।
দিনটি ছিলো ২০১৪ সালের ২৫ নভেম্বর। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেফিল্ড শিল্ড ম্যাচে মুখোমুখি হয় সাউথ অস্ট্রেলিয়া এবং নিউ সাউথ ওয়েলস। দুই দলের মধ্যকার ম্যাচে ব্যাট করছিলেন সাউথ অস্ট্রেলিয়ার টপঅর্ডার ব্যাটসম্যান হিউজ।
ম্যাচ চলাকালীন সময় নিউ সাউথ ওয়েলসের পেসার শন অ্যাবোটের একটি বল হিউজের হেলমেটের নিচ দিয়ে কানের ঠিক নিচে লাগে। এ সময় তিনি মাটিতে পড়ে গেলে তাকে তৎক্ষণাৎ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে অবস্থার পরিবর্তন না হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। মাঠ ছাড়ার আগে ৬৩ রানে অপরাজিত ছিলেন হিউজ।
এরপরে হাসপাতালের বিছানায় কোমায় থেকেই মৃত্যুবরণ করেন অজি ক্রিকেটার হিউজ। তার মৃত্যুর ব্যপারে মেডিকেলের ভাষায় জানানো হয়, বলটি হিউজের মস্তিষ্কে রক্ত সরবরাহ করা ধমনীতে আঘাত করলে সেই ধমনী ছিন্ন হয়ে যায়। যার ফলে রক্ত জমাট বেঁধে গিয়ে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে ব্রেইন হ্যামারেজে মৃত্যু হয় তার।
প্রসঙ্গত, মাত্র ২০ বছর বয়সে ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক করেন ফিলিপ হিউজ। ক্যারিয়ারে মাত্র ২ নম্বর টেস্ট ম্যাচেই সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তিনি। একই সাথে অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে একই টেস্টে দুই ইনিংসে দুটি সেঞ্চুরি করার খেতাবও অর্জন করেন তিনি।
শুধু তাই নয়। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে ফিলিপ হিউজ একমাত্র খেলোয়াড় যিনি তার একদিনের আন্তর্জাতিক অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করেন শ্রীলংকার বিপক্ষে ২০১৩ সালে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।