স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। জাতীয় দলকে সাফল্য এনে দেয়ার জন্য একটু সময় চেয়েছেন তিনি। তামিম বলেন, অধিনায়ক হিসেবে আমার খুব অভিজ্ঞ নই। আমি অনেক জায়গায় ক্যাপ্টেন্সি করেছি, তাও কিন্তু নয়। এ কারণে আমার প্রতিও বিশ্বাস রাখবেন। ভালো কিছুর জন্য আমাকে একটু সময় দিতে হবে।
শনিবার (১৪ মার্চ) মিরপুরে সাংবাদিকদের এসব কথা বলেন তামিম।
তবে কখনো ঠেকে গেলে মাশরাফীকেই স্মরণ করবেন বলে জানান তামিম।
তিনি বলেন , একদিক থেকে আমি খুব ভাগ্যবান। মাশরাফী ভাইয়ের সঙ্গে আমার খুব ক্লোজ সম্পর্ক। কাছ থেকে অনেক কিছু দেখেছি। একসঙ্গে অনেক ম্যাচ খেলেছি। তার চিন্তা সম্পর্কে একটু হলেও জানি।
তামিম বলেন, চেষ্টা করব যতটা সম্ভব মাশরাফির কাছ থেকে কিছু নেয়ার। তার মতো নেতৃত্ব দেয়া খুব কঠিন। আমি যদি কখনও বিপদে পড়ি প্রথমেই মাশরাফির কাছ থেকে পরামর্শ নেয়ার চেষ্টা করব।
‘মাশরাফী ভাই এত বছর ধরে নেতৃত্ব দিয়েছেন। তার অধীনে আমরা অনেক কিছু অর্জন করেছি। ওনার পর্যায়ে চলে যেতে পারলে ভালো। আর যদি যেতে না পারি আমাকে কিছু সময় দিতে হবে।’ বলছিলেন তামিম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।