বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: সাশ্রয়ী দামে নতুন ফোন বাজারে নিয়ে এনেছে ভারতে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান লাভা। ফোনটির মডেল লাভা ব্লেজ প্রো। ফোরজি কানেক্টিভিটিযুক্ত ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। ভারতের বাজারে হ্যান্ডসেটটির দাম ১০ হাজার ৪৯৯ রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ হাজার টাকা।
লাভা ব্লেজ প্রো ফোনটির প্রধান আকর্ষণ এতে থাকা রিয়ার ক্যামেরা। ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সাধারণত হাই-বাজেটের ফোনে দেখা যায়।
লাভার নতুন ফোনের পেছনে রয়েছে ৩টি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে ৫০ মেগাপিক্সেল এআই সেন্সর। সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ। এছাড়া থাকছে ২ মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা ও ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।
ঝকঝকে ছবি তুলতে ক্যামেরায় আরও থাকছে বিউটি মোড, এইচডিআর মোড, নাইট মোড, প্যানারমা মোড।
ফোনটিতে রয়েছে ৬.৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্জ। এতে রয়েছে মিডিয়াটেকের শক্তিশালী হেলিও জি৩৭ চিপসেট।
৪ জিবি র্যামের ফোনটিতে রয়েছে ৬৪ জিবি স্টোরেজ। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে গুগলের অ্যান্ড্রয়েড ১২।
৫০০০ এমএমএইচ ব্যাটারির ফোনটিতে রয়েছে ১০ ওয়াটের চার্জার। নীল, সোনালি, সবুজ ও কমলা রঙে পাওয়া যাচ্ছে ফোনটি।
একনজরে লাভা ব্লেজ প্রো এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: ৬.৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে
প্রসেসর: হেলিও জি৩৭ চিপসেট
র্যাম: ৪ জিবি
স্টোরেজ: ৬৪ জিবি
ব্যাক ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
চার্জার: ১০ ওয়াট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।