বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: চীনা স্মার্টফোন-মেকার Vivo সস্তায় একটি চমৎকার হ্যান্ডসেট নিয়ে হাজির হল। সংস্থার সেই লেটেস্ট স্মার্টফোনের নাম Vivo Y02s। আপাতত এই ফোনটি নিয়ে আসা হয়েছে কেবল মাত্র ফিলিপাইন্সের মার্কেটের জন্য। তবে কোম্পানির গ্লোবাল ওয়েবসাইটেও ফোনটি দেখা গিয়েছে। সেখান থেকেই ধরে নেওয়া যেতে পারে যে, ভারত-সহ বিশ্বের অন্যান্য মার্কেটে জলদিই হাজির হবে ফোনটি। জানা গিয়েছে, এই ফোনে রয়েছে একটি 6.51 ইঞ্চির Halo FullView ডিসপ্লে এবং অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি। পারফরম্যান্সের জন্য এই ফোনে মিডিয়াটেক হেলিও P35 প্রসেসর দেওয়া হয়েছে। ফোনের পিছনে রয়েছে একটাই মাত্র ক্যামেরা। প্রসঙ্গত, গত মার্চে যে Vivo Y01 ফোনটি লঞ্চ হয়েছিল, তারই সাকসেসর মডেল হল এই লেটেস্ট Vivo Y02s।
Vivo Y02s: দাম
এই নতুন Vivo Y02s ফোনটি ফিলিপিন্সের মার্কেটে PHP 6,499 দামে লঞ্চ করা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 9,250 টাকা। এই দাম ধার্য করা হয়েছে ফোনের 3GB র্যাম ও 32GB স্টোরেজ কনফিগারেশনের জন্য। ফ্লোরাইট এবং ভাইব্র্যান্ট ব্লু এই দুই কালার ভ্যারিয়েন্ট রয়েছে ফোনটির। ভারতে ফোনটি কবে নাগাদ কেনা যাবে, সে বিষয়ে সংস্থার তরফ থেকে কোনও নিশ্চিত বার্তা এখনও পর্যন্ত দেওয়া হয়নি।
Vivo Y02s: স্পেসিফিকেশন ও ফিচার
পূর্ববর্তী মডেলের তুলনায় একাধিক আকর্ষণীয় ফিচার দিয়ে নতুন মডেলের আপগ্রেডেশনের কাজটি করেছে ভিভো। ডুয়াল সিম সাপোর্টেড এই ফোনে সফটওয়্যার হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 12 ভিত্তিক Funtouch OS 12। এই ফোনে একটি 6.51 ইঞ্চির Halo FullView IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। আই প্রোটেকশন মোড রয়েছে ডিসপ্লেতে এবং এর অ্যাসপেক্ট রেশিও 20:9। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি মিডিয়াটেক হেলিও P35 প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা থাকছে 3GB পর্যন্ত র্যামের সঙ্গে।
এই ফোনের আর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল তার Multi-Turbo 5.5 ফিচার, যা ফোনের সামগ্রিক পারফরম্যান্স অপ্টিমাইজ় করতে পারে। পাশাপাশি এই ফিচারটি শাটারিং অনেকটা কমিয়ে দেয় এবং নির্বিঘ্নে যাতে গেম খেলা যায়, সেই বিষয়টিও নিশ্চিত করে। এছাড়াও আলট্রা গেম মোড ফিচার করছে ফোনটি, যাতে ডু নট ডিস্টার্ব এবং ই-স্পোর্টসের মতো কিছু গুরুত্বপূর্ণ মোড পেয়ে যাবেন।
১৫ বছর আগের আইফোন বিক্রি হচ্ছে যত লাখ টাকায়! জানলে অবাক হবেন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।