বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: সাধ রয়েছে। তবে সাধ্য নেই। এমন গ্রাহকদের কথা ভেবে সাধ্যের দামে বাইক আনছে
রয়্যাল এনফিল্ড। শীঘ্রই বাজারে আসছে হান্টার ৩৫০। এই বাইক নিয়ে এখন তুঙ্গে আগ্রহ। ইতিমধ্যেই বাইকের লুক ফাঁস হয়ে গিয়েছে। নতুন বাইকে কী কী ফিচার রয়েছে?
রয়্যাল এনফিল্ডের এই বাইকের নাম নিয়ে বিভ্রান্তি ছিল। সংস্থা জানিয়ে দিয়েছে, নতুন বাইকের নাম হতে চলেছে Royal Enfiled Hunter 350। Meteor 350-এর মডেলের আদলে J-Series প্ল্যাটফর্মে তৈরি করা হয়েছে এই বাইক।
বাইকের গঠন
বাইকের অনুমোদন পেতে প্রতিবেশী দেশ ভারতের দিল্লি পরিবহন অফিসে নথি জমা দিয়েছে রয়্যাল এনফিল্ড কর্তৃপক্ষ। বাইকের নামের পাশাপাশি সম্পর্কে আরও তথ্য রয়েছে ওই নথিতে। সেই নথিথেকে স্পষ্ট হয়ে গিয়েছে, এই বাইকটি আকারে ছোট এবং কমপ্যাক্ট। এটি ২০৫৫ মিমি লম্বা, চওড়া ৮০০ মিমি এবং উচ্চতা ১০৫৫ মিমি। এর হুইলবেস হবে ১৩৭০ মিমি। Meteor 350-এর তুলনায় ছোট।
ট্রাম্ফের সঙ্গে প্রতিযোগিতা
লুক এবং ডিজাইনের দিক থেকে Royal Enfield Hunter 350-এর সঙ্গে Triumph Street-এর প্রতিযোগিতা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এতে রয়েছে ৩৪৯.৩৪cc ইঞ্জিন। যেমন Meteor 350-তে রয়েছে। এই বাইকটি ২০bhp সর্বোচ্চ শক্তি এবং ২৭Nm পিক টর্ক জেনারেট করতে সক্ষম। অ্যালয় হুইল থাকবে বলে মনে করা হচ্ছে।
ছোট ফুয়েল ট্যাঙ্ক
এই বাইকটি লম্বা ও চওড়ায় ছোট। এমতাবস্থায় ফুয়েল ট্যাঙ্ককে আরও ছোট করা হতে পারে। থাকতে পারে ১২ লিটারের একটি জ্বালানি ট্যাঙ্ক। রয়্যাল এনফিল্ডের বেশিরভাগ বাইকে সাধারণত ১৫ লিটারের জ্বালানি ট্যাঙ্ক থাকে।
কত দাম?
Royal Enfiled Hunter 350-এর দাম এখনও জানায়নি সংস্থা। এই বাইক অগাস্টে লঞ্চ হওয়ার কথা। মনে করা হচ্ছে,এই বাইকের দাম দেড় লক্ষ টাকার মধ্যে হতে পারে। TVS Ronin, Yamaha FZ25 এবং Bajaj Dominar-এর মতো বাইকের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামবে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।