বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: Nokia G11 Plus ফোনটি ভারতে লঞ্চ হয়ে গেল। দেশে HMD Global-এর লেটেস্ট ফোন এটি। বাজেট সেগমেন্টেই এই ফোনটি নিয়ে আসা হয়েছে। পারফরম্যান্সের জন্য রয়েছে একটি Unisoc T606 প্রসেসর এবং 5,000 mAh ব্যাটারি। 4GB RAM এবং 64GB অনবোর্ড স্টোরেজ রয়েছে এই ফোনের। আর এই এত সব ফিচার্স পাওয়া যাবে মাত্র 12,499 টাকায়। লেক ব্লু এবং চারকোল গ্রে- এই দুই রঙে পাওয়া যাবে ফোনটি। দেশের বিভিন্ন রিটেল আউটলেট এবং অনলাইনে নোকিয়া ওয়েবসাইট ও বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে এই ফোন ক্রয় করতে পারবেন কাস্টমাররা।
Nokia G11 Plus: স্পেসিফিকেশন, ফিচার
এই লেটেস্ট Nokia G11 Plus ফোনে পারফরম্যান্সের জন্য একটি Unisoc T606 প্রসেসর দেওয়া হয়েছে। 6.5 ইঞ্চির একটি HD+ স্ক্রিন রয়েছে এতে, যার রিফ্রেশ রেট 90Hz। সফটওয়্যার হিসেবে এই ফোনে Android 12 অপারেটিং সিস্টেম রয়েছে। একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রাইমারি সেন্সর 50MP। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ফোনটিতে থাকছে একটি 2MP ডেপথ সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর রয়েছে Nokia G11 Plus-এ।
এই ফোনের সঙ্গে টানা তিন বছরের মাসিক সিকিওরিটি আপডেটের প্রতিশ্রুতি দিচ্ছে HMD Global। পাশাপাশি Android OS আপগ্রেডের দুটি ভার্সনও পেয়ে যাবেন ব্যবহারকারীরা।
বাজেট হ্যান্ডসেটটির পিছনে বায়োমেট্রিক সিকিওরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। রয়েছে ফেস আনলক ফিচারও। এছাড়া কানেক্টিভিটির দিক থেকে Nokia G11 Plus-এ রয়েছে 3.5mm অডিও জ্যাক, একটি USB-C পোর্ট, ওয়্যারলেস কানেক্টিভিটির জন্য Bluetooth v5.0, ডুয়াল-সিম এবং 4G নেটওয়ার্ক। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ 512GB পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন ব্যবহারকারীরা। পাশাপাশি ওয়াটার ও ডাস্ট রেজ়িস্ট্যান্সের জন্য ফোনটি IP52 রেটেড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।