জুমবাংলা ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গায় মাত্র একদিনের ব্যবধানে অর্ধেকে নেমে এসেছে পেয়াঁজের দাম।
উপজেলার বিভিন্ন বাজার ও হাটে রোববার যে পেঁয়াজ বিক্রি হয় ২৫০ টাকায়; সোমবার তা বিক্রি হয়েছে ১২০টাকা কেজি। একই সঙ্গে নতুন মুড়িকাটা পেয়াঁজ ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
ভাঙ্গা বাজারে একটি বড় পাইকারি আড়ৎ রয়েছে। সেখানে প্রতিদিন প্রায় অর্ধশত দোকানে বিভিন্ন কাচামাল পণ্য বিক্রি হয়ে থাকে। পেয়াঁজের ব্যাপক উৎপাদন স্থল হিসেবে ফরিদপুরের ভাঙ্গা ও নগরকান্দার বেশ নাম রয়েছে।
গত কয়েকদিনে পেয়াঁজের দাম আকাশচুম্বি হওয়ায় ভাঙ্গা কাচামাল আড়তেও বিক্রি কম হয়েছে। খুচরা ক্রেতারা ২৫০ টাকা দরে বেশ কয়েকদিন পেয়াঁজ কিনেছেন।
স্থানীয়রা জানান, পেয়াঁজ আমদানি ও একই সঙ্গে অপরিপক্ক মুড়ি পেয়াজ বাজারে চলে আসায় সোমবার সকাল থেকেই পাইকারি বাজারে পুরাতন পেয়াঁজ প্রতিকেজি ১২০ টাকা এবং মুড়িকাটা পেয়াঁজ ১০০ টাকার নিচে বিক্রি হতে শুরু করে।
পেয়াঁজের দাম হঠাৎ করে কমে যাওয়ায় বেশ খুশি ক্রেতারা। তবে হঠাৎ করে পেয়াঁজের দাম নিম্মমুখী হওয়ায় বেশ লোকসানে পড়েছেন আগের দরে কিনে রাখা কিছু ব্যবসায়ী।
ভাঙ্গা বাজারে পাইকারি আড়তদার রাজ্জাক মিয়া বলেন, রোববার যেখানে ২৫০ টাকা কেজি পেয়াঁজ ছিল সোমবার হঠাৎ করে তা অর্ধেকেরও কম দামে নেমে আসায় আমরা কিছুটা লোকসানের সম্মুখীন হচ্ছি।
তিনি বলেন, আমাদের আড়ৎ সহ বেশ কয়েকটি আড়তে বেশি দামের পেয়াঁজ কেনা ছিল এখন আমরা তা লোকসান দিয়েই বিক্রি করে দিচ্ছি। আগামীতে যখন মুড়িকাটা পেয়াঁজ কৃষকের ঘরে পুরোদমে উঠতে শুরু করবে পেয়াঁজের দাম তখন আরো অনেক কমে যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।