Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : বিগত কয়েকদিনেই সবদেশকে ছাড়িয়ে একদিনে সর্বোচ্চ আক্রান্তের অবস্থান ধরে রেখেছে ভারত। একদিনে আক্রান্তের সংখ্যায় গত ২৪ ঘণ্টাতেও এগিয়ে রয়েছে ভারত। একদিনে সেখানে আক্রান্ত হয়েছে ৯৫ হাজার ৫০০ জন।
যুক্তরাষ্ট্রে এই সময়ে আক্রান্ত হয়েছে ৩৫ হাজার ২০০ জন। আর ব্রাজিলে এই সময়ে আক্রান্ত হয়েছে ৩৪ হাজার ২০০ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। একদিনে সেখানে প্রাণ হারিয়েছে ১,২০৯ জন। ভারতে এই সংখ্যা ১,১৬৪ আর ব্রাজিলে ১১৩৪ জন।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বর্তমানে সারাবিশ্বে ২ কোটি ৮০ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৭ হাজারেরও বেশি মানুষ। আর সুস্থ হয়ে ঘরে ফিরেছে ২ কোটি ৯৫ লাখ মানুষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।