আন্তর্জাতিক ডেস্ক : পৃথক অভিযানে একদিনে ভারতে ৫৭ বাংলাদেশি ও দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে তামিলনাড়ু থেকে ৩১ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) রাতভর তিরুপুর জেলার অধীন তিরুপুর সিটি ও গ্রামীণ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে কোয়েম্বাটুর ‘সন্ত্রাস দমন শাখা’র (এটিএস) সদস্যরা। অভিযোগ রয়েছে, তারা দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে বসবাস করে আসছিলেন।
এক প্রেস বিবৃতিতে তামিলনাড়ু পুলিশ জানায়, তিরুপুর জেলার পুলিশ সুপার ভি. নারায়নণের নেতৃত্বে এটিএস’এর পাঁচটি টিম গঠন করে তিরুপুর শহর এবং গ্রামীণ এলাকার একাধিক জায়গায় অভিযান চালানো হয়। সেখান থেকেই এই ৩১ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। গত কয়েক মাস ধরে এই এলাকায় অবৈধভাবে তারা বসবাস করছিল এবং বিভিন্ন বেসরকারি সংস্থায় কর্মরত ছিল বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃত বাংলাদেশিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ২৮ জনকে পাল্লাদাম পুলিশ থানা এবং বাকি ৩ জনকে ও নাল্লুর পুলিশ থানার হাতে তুলে দেয়া হয়।
সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন, বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা ভারতের তামিললাড়ুতে অবস্থান করছে এবং তাদের অধিকাংশই সেখানকার পোশাক কারখানায় কর্মরত। সম্প্রতি সেখানকার পোশাক কারখানাগুলোতে চাকরি নেয়া শ্রমিকদের ব্যাকগ্রাউন্ড যাচাই-বাছাই করার জন্য তামিলনাড়ু রাজ্য সরকারকে আহ্বান জানিয়েছিলেন হিমন্ত বিশ্ব। এই পরিপ্রেক্ষিতে সম্প্রতি তামিলনাড়ুর একাধিক জায়গায় অভিযান চালানো হয়েছে, তাতে সফলতাও মিলেছে।
এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিএসএফের ডিআইজি এ কে আরিয়া এক প্রেস বিবৃতিতে রোববার (১২ জানুয়ারি) জানিয়েছেন, বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের সময় একদিনে সীমান্তে তারা ২৪ জন বাংলাদেশি ও ২ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে। রাজ্যটির উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল বেনাপোল সীমন্ত সংলগ্ন এলাকা থেকে গেপ্তার করা হয় ২০ বাংলাদেশি ও ২ রোহিঙ্গাকে। অন্যদিকে নদীয়া জেলার গেদে দর্শনা সীমান্তের কাছ থেকে গ্রেপ্তার করা হয় আরও ৪ বাংলাদেশিকে।
জিজ্ঞাসাবাদে বিএসএফ জানতে পেরেছে, তারা গৃহস্থালির কাজের সহকারী হিসাবে কাজ করতে ভারতের বেঙ্গালুরু, মুম্বাই, হায়দরাবাদ যাওয়ার চেষ্টা করছিল। যদিও ধৃতদের গ্রেপ্তারের পরিবর্তে জিজ্ঞাসাবাদের পর বাংলাদেশে ফেরৎ পাঠিয়েছে বিএসএফ।
এছাড়াও উত্তর ২৪পরগনা জেলার দত্তপুকুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়ছে ২ বাংলাদেশিকে। বারাসাত থানা এলাকায় অবৈধ বাংলাদেশিদের আশ্রয় দেয়ার অভিযোগে আটক করা হয়ছে একজন ভারতীয়কে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।