জুমবাংলা ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মঙ্গলবার চট্টগ্রাম অঞ্চলে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার সম্প্রসারণ ও শক্তিশালীকরণসহ মোট ১৩টি প্রকল্পের অনুমোদন দিয়েছে। খবর ইউএনবি’র।
একনেক চেয়ারপার্সন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি সম্মেলন কক্ষে চলতি অর্থবছরের প্রথম একনেক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সাংবাদিকদের বলেন, ‘এসব প্রকল্পে মোট ব্যয় হবে ৭ হাজার ৭৪৪ কোটি ৪৭ লাখ টাকা।’
তিনি জানান, মোট ব্যয়ের মধ্যে ৬ হাজার ৪১৪ কোটি ৯৭ লাখ টাকা সরকারি তহবিল, ১৮৯ কোটি ৬ লাখ টাকা সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব তহবিল ও বাকি অর্থ প্রকল্প সাহায্য হিসেবে আসবে।
অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মধ্যে ১০টি নতুন এবং বাকিগুলো সংশোধিত।
এমএ মান্নান বলেন, বৈঠকে ব্যয় না বাড়িয়ে ‘এস্টাবলিশমেন্ট অব থ্রি হ্যান্ডলুম সার্ভিস সেন্টারস ইন ডিফারেন্ট লুম ইনটেনসিভ এরিয়া (২য় সংশোধিত)’ প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
১ হাজার ৩৫৯ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম অঞ্চলের বিদ্যুৎ সঞ্চালন প্রকল্প বিষয়ে মন্ত্রী জানান, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ ২০২২ সালের জুনের মধ্যে এটি বাস্তবায়ন করবে।
প্রকল্পের আওতায় আনোয়ারা, পটিয়া, হাটহাজারী ও চট্টগ্রাম মহানগরীর বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।