আন্তর্জাতিক ডেস্ক: ইতালি সরকারের ২০২০ সালের বাজেট পরিকল্পনায় একবার ব্যবহার উপযোগী প্লাস্টিক ও চিনির ওপর নতুন করের বিধান রাখা হয়েছে। খবর ইউএনবি’র।
নতুন এ কর ইতালি সরকারের কোষাগারে আনুমানিক ১৩০ কোটি ইউরো যোগ করবে। সেই সাথে এতে একবার ব্যবহৃত প্লাস্টিকের মোড়কের ব্যবহার কমে যাবে। পাশাপাশি চিনির ব্যবহার কমার ফলে ইতালিয়ানদের স্থূলতা হ্রাস ও স্বাস্থ্যের উন্নতি ঘটবে।
নতুন কর প্রতিকেজি প্লাস্টিকের দাম আরও এক ইউরো বাড়িয়ে দেবে। এ জন্য শেষ পর্যন্ত ভোক্তাদের ব্যয় বাড়লেও উদ্যোগটির সমর্থকরা বলছেন, তার আশা করছেন যে এর ফলে পণ্য উৎপাদকরা মোড়কে প্লাস্টিকের ব্যবহার কমাবে এবং এ কাজে জৈবপ্লাস্টিক, পুনরায় ব্যবহার যোগ্য জিনিস বা অ-প্লাস্টিক ব্যবহার করবে।
ইউরোপিয়ান ইউনিয়ন প্রতি বছর মোড়কের কাজে কমপক্ষে ১ কোটি টন প্লাস্টিক পুনরায় ব্যবহারের যে পরিকল্পনা নিয়েছে তার অংশ হিসেবে ইতালির উদ্যোগটি নেয়া হয়েছে।
পরিবেশ ও স্বাস্থ্য নিয়ে কাজ করা সংগঠনগুলো নতুন এ করের জন্য চাপ সৃষ্টি করলেও কিছু শিল্প প্রতিষ্ঠান বলেছে, এর ফলে তাদের উৎপাদন বাধাগ্রস্ত হবে। যেমন- ইতালির দক্ষিণাঞ্চলের দ্বীপ সিসিলির কোকাকোলা কোম্পানি তাদের চিনি মিশ্রিত পানীয় ও বোতলের কারণে উভয় করের ফাঁদে পড়বে।
ইতালির ২০২০ সালের বাজেট পরিকল্পনা চলতি বছর শেষ হওয়ার আগেই চূড়ান্ত হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।