জুমবাংলা ডেস্ক : পুলিশের ঊর্ধ্বতন ২৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ১৯ জন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ও ৯ জন সহকারী পুলিশ সুপার (এএসপি)।
Advertisement
গতকাল মঙ্গলবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, এই কর্মকর্তারা বদল করা কর্মস্থলে যোগদানের জন্য আগামী ১৩ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থলে দায়িত্বভার অর্পণ করবেন। অন্যথায় আগামী ১৪ আগস্ট থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।
এ ছাড়া যেসব এলাকায় নির্বাচনি তফসিল ঘোষণা করা হয়েছে, সেসব এলাকায় তফসিলের মেয়াদ শেষে বদলির আদেশ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



